মণিপুরে মাদকবিরোধী ব্যাপক অভিযান: কাঙপোকপি জেলায় ৬৭ একর পপি চাষ ধ্বংস

মণিপুরে মাদকবিরোধী ব্যাপক অভিযান: কাঙপোকপি জেলায় ৬৭ একর পপি চাষ ধ্বংস

মণিপুরে মাদকবিরোধী ব্যাপক অভিযান: কাঙপোকপি জেলায় ৬৭ একর পপি চাষ ধ্বংস
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের মণিপুর রাজ্যের কাঙপোকপি জেলায় ব্যাপক মাদকবিরোধী অভিযানে ৬৭ একর অবৈধ পপি চাষ ধ্বংস করা হয়েছে। পাহাড়ি এলাকায় ছড়িয়ে থাকা মাদক উৎপাদনের এই কেন্দ্রগুলো উচ্ছেদ হওয়ায় অঞ্চলটিতে মাদক উৎপাদন কমাতে বড় ধরনের অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

গত ৫ ও ৬ ডিসেম্বর দু’দিনব্যাপী পরিচালিত এ অভিযানে নিরাপত্তা বাহিনী, নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) এবং বন বিভাগ যৌথভাবে অংশ নেয়। কাঙপোকপি থানাধীন মাকুই আশাং, লালয়, ওয়াকটফাই, চালজাংসহ আশপাশের বিভিন্ন পাহাড়ি অঞ্চলে বিস্তৃত পপি ক্ষেতে অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে কর্তৃপক্ষ পপি চাষিদের ব্যবহৃত ৩৮টি অস্থায়ী ঘর ধ্বংস করে। পাশাপাশি কৃষিকাজে ব্যবহৃত বিপুল পরিমাণ উপকরণ—৪৪ বস্তা সার, ৪৩ বোতল ‘রাউন্ডআপ’ হার্বিসাইড, ২৬ বস্তা লবণ, স্প্রে পাম্প, পাইপসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয় বলে জানিয়েছে মণিপুর পুলিশ।

এ অভিযানের প্রশংসা করেছেন মণিপুরের সাবেক মুখ্যমন্ত্রী এন বিরেন সিং। তিনি রাজ্যের গভর্নর অজয় কুমার ভল্লা এবং রাজ্য সরকারকে অবৈধ মাদক উৎপাদন দমনে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য ধন্যবাদ জানান।

এন বিরেন সিং তার প্রতিক্রিয়ায় কেন্দ্রীয় সরকারের ‘নেশামুক্ত ভারত’ উদ্যোগের কথা উল্লেখ করে বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর নেশামুক্ত ভারতের স্বপ্ন বাস্তবায়নে মণিপুর যে সক্রিয় অবদান রাখছে, তা অত্যন্ত উৎসাহজনক।”

তিনি আরও বলেন, মাদকচক্রের কার্যক্রম রোধে দুর্বল এলাকাগুলোতে ধারাবাহিক অভিযান বজায় রাখতে হবে, যাতে কোনো অঞ্চলই মাদক উৎপাদনের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠতে না পারে।

মণিপুরের দুর্গম পাহাড়ি এলাকায় সাম্প্রতিক মাসগুলোতে পরিচালিত অভিযানের মধ্যে এটি অন্যতম বৃহৎ পপি ধ্বংস অভিযান বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed