আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে খাগড়াছড়িতে পিসিপির ছাত্র সমাবেশ অনুষ্ঠিত - Southeast Asia Journal

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে খাগড়াছড়িতে পিসিপির ছাত্র সমাবেশ অনুষ্ঠিত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

“মাতৃভাষা রক্ষার সংগ্রামে এগিয়ে আসুন” স্লোগানে খাগড়াছড়িতে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা) সমর্থিত পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি)’র ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২১শে ফেব্রুয়ারি শুক্রবার সকালে খাগড়াপুর কমিউনিটি সেন্টারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি)র কেন্দ্রীয় সভাপতি রাজ্যময় চাকমা সভাপতিত্বে সহ-সাধারণ সম্পাদক সুজন চাকমার সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা)’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অংশুমান চাকমা।

এসময় অন্যান্যদের মধ্যে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা)’র কেন্দ্রীয় সহ-সভাপতি বিমল কান্তি চাকমা, তথ্য ও প্রচার সম্পাদক সুধাকর ত্রিপুরা, পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সদস্য উত্তম কুমার ত্রিপুরা, ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র কেন্দ্রীয় ছাত্র পরিষদের আহবায়ক দীপন চাকমাসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের ভাষাগত অধিকার বিপন্ন। সে ভাষাগত অধিকার রক্ষায় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করে বক্তারা পার্বত্য চুক্তির আলোকে স্ব-স্ব মাতৃভাষায় শিক্ষার লক্ষে পর্যাপ্ত শিক্ষক নিয়োগের দাবি জানান। এ সময় পার্বত্য চট্টগ্রামসহ বাংলাদেশ সকল জাতি গোষ্ঠীর নিজ মাতৃভাষা রক্ষায় সকলের আন্তরিকতা ও সহযোগিতা কামনা করেন তারা।

You may have missed