রাতের আঁধারে বাঘাইছড়িতে ৩দফায় সশস্ত্র সন্ত্রাসীদের গুলি বিনিময়
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার তালুকদাপাড়া এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের দুইপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। গত ২১শে ফেব্রুয়ারি শুক্রবার রাত ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত তিন দফায় এ গুলিবিনিময় হয় বলে জানা গেছে।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ মঞ্জুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ‘রাতের অন্ধকারে কে বা কাহারা গুলি বিনিময়ে জড়িত তা সঠিকভাবে বলতে পারছি না। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।’
সূত্র মতে, উপজেলা সদরের মধ্যম বাঘাইছড়ি রাবার বাগান এলাকার স্কুলের পেছনে আঞ্চলিক দল জেএসএস (সন্তু) ও তাদের প্রতিপক্ষ সংস্কারপন্থী জেএসএস এর সশস্ত্র সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি হয়। রাত ৮টা, সাড়ে নয়টা এবং সাড়ে ১০টার দিকে গুলি ও পাল্টা গুলির শব্দ শোনা যায়। এসময় পুরো উপজেলা সদরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।