লংগদু জোনের মানবিক উদ্যোগ: তিন শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে চিকিৎসা–শীতবস্ত্র বিতরণ
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার লংগদুতে সেনাবাহিনীর লংগদু জোনের উদ্যোগে মারিশ্যার কচুছড়ি, শীলাছড়ি ও মিলনপুর এলাকায় প্রায় তিন শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ এবং শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ বুধবার (১০ ডিসেম্বর) দিনব্যাপী আয়োজিত এ মানবিক কার্যক্রমে স্থানীয় গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত পাহাড়ি ও বাঙ্গালি মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।
ক্যাম্পেইনে উপস্থিত থেকে লংগদু জোন অধিনায়ক লেঃ কর্নেল মীর মোর্শেদ অসহায় মানুষের হাতে শীতবস্ত্র ও ওষুধ সামগ্রী তুলে দেন।

তিনি বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে। মানুষের কষ্ট লাঘবে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
ক্যাম্পেইনের মাধ্যমে অভিজ্ঞ মেডিকেল টিম রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করে। স্থানীয়দের উপস্থিতি এবং সেনাবাহিনীর প্রতি তাদের সন্তুষ্টি পুরো আয়োজনকে আরও মানবিক ও কার্যকর করে তোলে।
উল্লেখ্য, দুর্গম পাহাড়ি অঞ্চলে দীর্ঘদিন ধরে সেনাবাহিনীর মানবিক কার্যক্রম স্থানীয় সাধারণ মানুষের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।