পানছড়িতে বিজিবির সামাজিক উন্নয়ন কার্যক্রম: নলকূপ, ঢেউটিন ও অনুদান বিতরণ

পানছড়িতে বিজিবির সামাজিক উন্নয়ন কার্যক্রম: নলকূপ, ঢেউটিন ও অনুদান বিতরণ

পানছড়িতে বিজিবির সামাজিক উন্নয়ন কার্যক্রম: নলকূপ, ঢেউটিন ও অনুদান বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে খাগড়াছড়ির পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোনের উদ্যোগে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

আজ সোমবার সকালে লোগাং জোনের আওতাধীন বিভিন্ন এলাকায় সুপেয় পানি সরবরাহ, ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কার ও সামাজিক কর্মকাণ্ডে আর্থিক সহায়তার মাধ্যমে স্থানীয় জনগণের পাশে দাঁড়ায় বিজিবি।

বিজিবি সূত্র জানায়, পুজগাং বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ চন্দ্রকারবারী পাড়া এলাকায় ১০টি পরিবারের জন্য একটি নলকূপ এবং লোগাং বিওপির আওতাধীন অংজ মগপাড়া এলাকায় ৮টি পরিবারের জন্য আরও একটি নলকূপ স্থাপন করা হয়। এতে ওইসব এলাকায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারগুলোর দীর্ঘদিনের সুপেয় পানির সংকট অনেকটাই লাঘব হবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া ধর্মীয় ও সামাজিক উন্নয়নের অংশ হিসেবে উজেয়া বৌদ্ধ বিহারের সংস্কারকাজে ব্যবহারের জন্য ৭ বান্ডিল ঢেউটিন হস্তান্তর করা হয়। একই সঙ্গে লোগাং বিজিবি ক্যাম্পের তত্ত্বাবধানে লোগাং বাজার মসজিদে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়, যা স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।

পানছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, বিজিবি শুধু সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতেই নয়, বরং পার্বত্য অঞ্চলে বসবাসরত সব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নেও নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

একই দিনে পানছড়ি ব্যাটালিয়নের অধিনায়কের সভাপতিত্বে পুজগাং বিজিবি ক্যাম্প ও লোগাং বিওপির আওতাধীন এলাকার স্থানীয় হেডম্যান, কারবারী ও গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় পার্বত্য এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, শান্তি ও সম্প্রীতি বজায় রাখা এবং উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা বিজিবির জনবান্ধব ভূমিকার প্রশংসা করেন এবং এলাকায় শান্তি ও আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিবির সঙ্গে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রসঙ্গত, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে পার্বত্য অঞ্চলে আস্থা ও সহযোগিতার পরিবেশ গড়ে তুলতে বিজিবির এসব উদ্যোগকে স্থানীয়রা ইতিবাচক হিসেবে দেখছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *