পার্বত্য এলাকায় মানবিক উদ্যোগ: রাজনগরে ৩৭ বিজিবির ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর ব্যবস্থাপনায় বৃহস্পতিবার রাজনগর এলাকায় একটি ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। দুর্গম ও সীমান্তবর্তী অঞ্চলের অসহায়, দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর চিকিৎসা সেবার ঘাটতি পূরণে এই উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা পেয়েছে।
ক্যাম্পেইনে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর মেডিক্যাল অফিসার ও অভিজ্ঞ মেডিক্যাল টিম বিভিন্ন রোগে আক্রান্ত মানুষের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেন। চিকিৎসা নিতে আসা মানুষের মধ্যে পাহাড়ী ও বাঙ্গালি পুরুষ, মহিলা ও শিশু মিলিয়ে মোট ৪০ জন সেবা গ্রহণ করেন।
চিকিৎসা প্রদানের পাশাপাশি মেডিক্যাল টিম জনসচেতনতামূলক পরামর্শ প্রদান করেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলা, নিয়মিত চিকিৎসা গ্রহণ ও রোগ প্রতিরোধে সচেতনতার গুরুত্ব তুলে ধরেন। স্থানীয়রা জানান, দুর্গম পার্বত্য এলাকায় এ ধরনের বিনামূল্যের চিকিৎসা সেবা সাধারণ মানুষের জন্য অত্যন্ত সহায়ক এবং জীবনমান উন্নয়নে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বিজিবি সূত্রে জানানো হয়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পার্বত্য অঞ্চলের মানুষের সামাজিক ও মানবিক চাহিদা পূরণেও বিজিবি নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
প্রসঙ্গত, পার্বত্য এলাকায় স্বাস্থ্যসেবা, শিক্ষা ও মানবিক সহায়তায় বর্ডার গার্ড বাংলাদেশের ধারাবাহিক উদ্যোগ স্থানীয় জনগণের সঙ্গে বাহিনীর আস্থার সম্পর্ককে আরও সুদৃঢ় করছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।