বড়দিনে সম্প্রীতির বার্তা: বান্দরবানে সেনা জোনের মানবিক সহায়তা

বড়দিনে সম্প্রীতির বার্তা: বান্দরবানে সেনা জোনের মানবিক সহায়তা

বড়দিনে সম্প্রীতির বার্তা: বান্দরবানে সেনা জোনের মানবিক সহায়তা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বড়দিন উপলক্ষে পার্বত্য অঞ্চলের বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করতে বান্দরবান সেনা জোনের উদ্যোগে একটি মানবিক সহায়তা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে বান্দরবান সেনা জোনের মাল্টিপারপাস শেডে আয়োজিত এ অনাড়ম্বর অনুষ্ঠানে বিভিন্ন পাড়ার বিহার ঘর নির্মাণ ও সংস্কারের জন্য প্রয়োজনীয় সামগ্রী এবং ক্রীড়া উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জোন অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ হুমায়ূন রশীদ।

এ সময় তিনি বলেন, পার্বত্য অঞ্চলে বসবাসরত সব সম্প্রদায়ের সঙ্গে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সম্মান বজায় রেখে এগিয়ে যাওয়াই বাংলাদেশ সেনাবাহিনীর মূল লক্ষ্য। ধর্মীয় ও সামাজিক উৎসবকে কেন্দ্র করে এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর জোনের উপ-অধিনায়ক মেজর নাফিউ সিদ্দিকী রোমান, জোনাল স্টাফ অফিসারবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিভিন্ন পাড়া থেকে আগত সুবিধাভোগীরা। এ সময় সুবিধাভোগীদের হাতে আনুষ্ঠানিকভাবে অনুদান ও বিভিন্ন সামগ্রী হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানটি পারস্পরিক সৌহার্দ্য, উৎসবমুখর পরিবেশ ও আন্তরিকতার মধ্য দিয়ে সম্পন্ন হয়। উপকারভোগীরা বড়দিনের আনন্দে বাংলাদেশ সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগকে স্বাগত জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রসঙ্গত, নিরাপত্তা রক্ষার পাশাপাশি ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি জোরদার করতে পার্বত্য অঞ্চলে বাংলাদেশ সেনাবাহিনীর এমন মানবিক কার্যক্রম স্থানীয় জনগণের সঙ্গে আস্থার সম্পর্ক আরও সুদৃঢ় করছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed