ঐতিহ্যবাহী মং রাজবাড়িতে মদ্যপ ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ - Southeast Asia Journal

ঐতিহ্যবাহী মং রাজবাড়িতে মদ্যপ ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার সদরের শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী মং রাজবাড়িতে এক মদ্যপ ব্যক্তির রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। এলাকাবাসির পক্ষ থেকে মৃত্যুর পেছনে নির্যাতনের অভিযোগ উঠায় পুলিশ ৬ জনকে জিজ্ঞাসাবাদ করছে বলেও জানা যায়।

এছাড়া অভিযোগ উঠেছে, একটি প্রভাবশালী মহল মং রাজ পরিবারের পক্ষে অবস্থান নিয়ে ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য স্থানীয় প্রশাসনের উপরও চাপ প্রয়োগ করছে। তবে স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, ঘটনার প্রকৃত রহস্য উন্মোচন করে অপরাধীদের সনাক্ত করা হবে।

জানা গেছে, মানিকছড়িস্থ মংরাজবাড়ীতে গত ২৯ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যার পর অংগ্য মারমা (৫০), পিতা মৃত্যু রবি মারমা সাং মানিকছড়ি রাজপাড়ায় চোলাই মদ খেয়ে মাতলামি করতে করতে রাজবাড়িতে ঢুকে পড়েন। এ সময় প্রয়াত রাজকুমার চিংপ্রু সাইনের বড় ছেলে পার্সিভ্যাল সাইন রয় ওরফে লংকেশসহ ম্যানেজার আপ্রুমং মারমা, ডিকে লাব্রেসাইন, গংজ্যো, ক্যাজাই এবং রামপ্রু গংরা ওই ব্যক্তির হাত-পাঁ রশি দিয়ে বেঁধে নির্যাতন করে। এক পর্যায়ে মদপায়ী অংগ্য মারমা ঘটনাস্থলে মৃত্যুর কোলে ঢুলে পড়েন। খবর পেয়ে মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন একটি টিম নিয়ে রাজবাড়িতে যান এবং সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করেন। শনিবার রাত সাড়ে ১০টা নাগাদ অফিসার ইনচার্জ আমির হোসেন, সার্কেল মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলেও জানা গেছে।

ওসি আমির হোসেন মদ্যপায়ীর লাশ উদ্ধারের বিষয়টি স্বীকার করে বলেন, ঘটনার আসল রহস্য জানতে ৬ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লাশের ময়নাতদন্ত সাপেক্ষে বোঝা যাবে তার মৃত্যুটা কি নির্যাতনের কারণে নাকি অতিরিক্ত মদপানজনিত।

শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, মৃত ব্যক্তির মরদেহ ১লা মার্চ রোববার সকালে ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের মর্গে পৌঁছেছে।