নির্বাচন সামনে রেখে বাঘাইছড়ির গন্ডাছড়া পাড়ায় ৫৪ বিজিবির জনসচেতনতামূলক সভা
![]()
নিউজ ডেস্ক
আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে পাহাড়ি এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম গন্ডাছড়া পাড়ায় জনসচেতনতা মূলক আলোচনা সভা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৪ বিজিবি)।
আজ সোমবার (৫ জানুয়ারি ২০২৬) বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি মহাপরিচালকের দিকনির্দেশনায় এবং বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকীর নির্দেশক্রমে এ সভা অনুষ্ঠিত হয়।
৫৪ বিজিবির অধীনস্থ গন্ডাছড়া বিওপির উদ্যোগে আয়োজিত এই জনসচেতনতামূলক আলোচনায় সভাপতিত্ব করেন বিওপি কমান্ডার মো. আবু বক্কর সিদ্দিক।
আলোচনা সভায় গন্ডাছড়া পাড়ার কারবারি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বসবাসরত পাহাড়ি জনগোষ্ঠীর সদস্যরা অংশগ্রহণ করেন। সভায় নির্বাচন চলাকালীন সময়ে কোনো ধরনের বিশৃঙ্খলা, উসকানি বা অপ্রীতিকর পরিস্থিতি যেন সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানানো হয়। একই সঙ্গে ভোটাররা যাতে নির্ভয়ে, নির্বিঘ্নে ও স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।
বক্তারা বলেন, সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সর্বদা সজাগ রয়েছে। নির্বাচনকালীন সময়ে পাহাড়ে বসবাসরত সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিজিবি সদস্যরা দায়িত্বশীল ভূমিকা পালন করবে। তবে এ ক্ষেত্রে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সভায় আরও বলা হয়, পাহাড়ি অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখতে নির্বাচন একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তাই কোনো গুজব, উসকানি বা বিভ্রান্তিতে পা না দিয়ে সবাইকে সচেতন থাকতে হবে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে হবে।
আলোচনা সভায় গন্ডাছড়া পাড়ার কারবারি বদীচন্দ্র কারবারি বক্তব্যে বলেন, “বিজিবি আমাদের এলাকায় সবসময় চিকিৎসা সেবা, মানবিক সহায়তা ও দুর্যোগে পাশে দাঁড়িয়েছে। তাই আমরাও আইনশৃঙ্খলা রক্ষার্থে এবং শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে বিজিবিকে সর্বাত্মক সহযোগিতা করবো।”
স্থানীয় বাসিন্দারাও বিজিবির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় নির্বাচন নিয়ে সচেতনতা তৈরি হলে সহিংসতা ও অস্থিরতা কমে আসে। বিজিবির নিয়মিত যোগাযোগ ও মানবিক ভূমিকার ফলে স্থানীয় জনগণের মধ্যে আস্থা ও নিরাপত্তাবোধ তৈরি হয়েছে।
বিজিবি সূত্র জানায়, নির্বাচন উপলক্ষে দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন পাড়ায় পর্যায়ক্রমে এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি গণতান্ত্রিক প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতেও বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।