সাজেকে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
![]()
নিউজ ডেস্ক
তীব্র শীতে দুর্গম পাহাড়ি জনপদের দুস্থ ও অসহায় মানুষের কষ্ট লাঘবে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোন। রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার ৩৬নং সাজেক ইউনিয়নে বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে শীতার্ত বয়স্ক, দরিদ্র ও সুবিধাবঞ্চিত পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) সাজেক ইউনিয়নের ০৪নং ওয়ার্ডের বিভিন্ন গ্রামে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বাঘাইহাট জোন অধিনায়কের সার্বিক তত্ত্বাবধানে এবং উপ-অধিনায়ক মেজর মোঃ সালমান সিদ্দিকির উপস্থিতিতে বাঘাইহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় ৬নং আদর্শ পাড়া, কিয়াংঘাট, সেগুন বাগান, আনসার টিলা ও পার্শ্ববর্তী এলাকার মোট একশত হতদরিদ্র ও দুস্থ পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে কম্বল ও শীতের পোশাক বিতরণ করা হয়। শীতের তীব্রতায় কাঁপতে থাকা দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষের জন্য এই সহায়তা স্বস্তির বার্তা নিয়ে আসে।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

উপস্থিত ছিলেন ৩৬নং সাজেক ইউনিয়নের ০৪নং ওয়ার্ডের সদস্য দয়াধন চাকমা, মহিলা সদস্য সুমিতা চাকমা, রিপিকা চাকমা, বাঘাইহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন ও ঈসমাইল হোসেন, বাঘাইহাট কাঠ সমিতির সাধারণ সম্পাদক বাবুল হোসেনসহ এলাকার কারবারি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেজর মোঃ সালমান সিদ্দিকি বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় শীত মৌসুমে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। সেই কষ্ট লাঘবের লক্ষ্যেই বাঘাইহাট জোন এই মানবিক উদ্যোগ গ্রহণ করেছে। তিনি বলেন, সবাইকে এক স্থানে সমবেত করা সম্ভব না হওয়ায় এর আগেও বাঘাইহাট জোনের আওতাধীন দুর্গম ভুয়াছড়ি এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আজ সাজেকের এই এলাকায় স্থানীয় জনগণের মাঝে কম্বল বিতরণ করা হলো।
তিনি আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সীমান্ত ও পাহাড়ি অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবিক সহায়তার মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকা সেনাবাহিনীর অন্যতম দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।
স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, তীব্র শীতে দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর দেওয়া শীতবস্ত্র তাদের জীবনে বড় স্বস্তি এনে দিয়েছে। মানবিক সহায়তার মাধ্যমে শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর ভূমিকা পাহাড়ি জনপদে আস্থার প্রতীক হয়ে উঠেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।