কোটা সংক্রান্ত রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত খাগড়াছড়ি জেলা পরিষদের সব নিয়োগ কার্যক্রম স্থগিতের নির্দেশ
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলায় সরকারি নিয়োগে কোটা সংক্রান্ত বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা চেয়ে হাইকোর্টে দায়ের করা রিটের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পার্বত্য জেলা পরিষদের অধীন সকল নিয়োগ কার্যক্রম স্থগিত রাখার আবেদন জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার পরিষদ। আবেদনের বিষয়টি আমলে নিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ‘মর্ম অনুযায়ী’ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে।
গতকাল ৬ জানুয়ারি ২০২৬ তারিখে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পরিষদ-১ শাখার উপসচিব মোঙ্গল চন্দ্র পাল স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়, “মহামান্য হাইকোর্টে রিট পিটিশন নং ১০০৩৯/২০২৫ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পার্বত্য জেলা পরিষদ, খাগড়াছড়ির অধীনস্থ সকল নিয়োগ কার্যক্রম স্থগিত রাখার বিষয়ে প্রাপ্ত আবেদনপত্রের মর্ম অনুযায়ী সদয় অবগতি ও পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।”
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, খাগড়াছড়ির পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক মো. আসাদ উল্লাহ গত ৯ ডিসেম্বর ২০২৫ তারিখে মন্ত্রণালয়ের সচিব বরাবরে একটি লিখিত আবেদন করেন। আবেদনে তিনি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অধীনে বিভিন্ন দপ্তরে চলমান ও প্রস্তাবিত নিয়োগ কার্যক্রমের প্রেক্ষিতে হাইকোর্টে তাঁর দায়ের করা রিট পিটিশন নং ১০০৩৯/২০২৫-এর বিষয়টি তুলে ধরেন।
আবেদনে মো. আসাদ উল্লাহ দাবি করেন, তাঁর দায়ের করা রিটটি হাইকোর্ট গ্রহণ করে ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানকে রুলের জবাব দাখিলের নির্দেশ দিয়েছেন। এ অবস্থায় রিট নিষ্পত্তির আগ পর্যন্ত নিয়োগ কার্যক্রম অব্যাহত থাকলে আইনগত জটিলতা ও প্রশাসনিক অস্পষ্টতা সৃষ্টি হতে পারে বলে তিনি উল্লেখ করেন।
রিটে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ কার্যালয়সহ জেলা পরিষদের অধীনে বাজার ফান্ড প্রশাসকের কার্যালয়, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, সিভিল সার্জন কার্যালয়, জেলা গ্রন্থাগার এবং সমাজসেবা অধিদপ্তরে প্রকাশিত লোকবল নিয়োগ বিজ্ঞপ্তি ও পুনঃবিজ্ঞপ্তিতে কোটা সংক্রান্ত বিষয়ে সুস্পষ্ট ও একীভূত নির্দেশনার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান নিয়োগ সংক্রান্ত বিষয়ে ‘পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ’ করবেন বলে আশা প্রকাশ করেছেন পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলনের নেতৃবৃন্দ। তাদের মতে, আদালতের নির্দেশনা অনুযায়ী স্বচ্ছ ও আইনসম্মত সমাধান নিশ্চিত করা হলে ভবিষ্যতে নিয়োগ প্রক্রিয়া নিয়ে চলমান বিতর্ক ও অনিশ্চয়তা নিরসন সম্ভব হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।