ভারতের আসামে ২ কোটি রুপি মূল্যের হেরোইন জব্দ করল পুলিশ, গ্রেফতার পাঁচ

ভারতের আসামে ২ কোটি রুপি মূল্যের হেরোইন জব্দ করল পুলিশ, গ্রেফতার পাঁচ

ভারতের আসামে ২ কোটি রুপি মূল্যের হেরোইন জব্দ করল পুলিশ, গ্রেফতার পাঁচ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের আসাম রাজ্যের কাছাড় জেলায় মাদকবিরোধী অভিযানে ৪০৬ গ্রাম হেরোইন জব্দ করেছে পুলিশ। জব্দকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি রুপি। এ ঘটনায় পাঁচজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

মুখ্যমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় জানান, কাছাড় জেলার সুনাবারিঘাট বাইপাস এলাকায় দুটি গাড়ি থামিয়ে তল্লাশি চালিয়ে এই মাদক উদ্ধার করা হয়। অভিযানে গাড়ি দুটি থেকে হেরোইন জব্দ করা হয় এবং সংশ্লিষ্টদের আটক করা হয়।

এক্সে দেওয়া বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, “দ্রুতগামী গাড়ি, স্বল্প পথ—কিন্তু শেষ এখানেই। কাছাড় পুলিশ দুটি গাড়ি থামিয়ে ৪০৬ গ্রাম হেরোইন জব্দ করেছে, যার মূল্য প্রায় ২ কোটি রুপি। পাঁচজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। আসামে মাদকের রুট খুব দূর যায় না—এখানেই শেষ হয়।”

পুলিশ জানিয়েছে, রাজ্যজুড়ে মাদক পাচার দমন ও নেটওয়ার্ক ভেঙে দিতে আসাম পুলিশ ধারাবাহিক অভিযান চালিয়ে যাচ্ছে।

এদিকে ১ জানুয়ারি দেওয়া এক বক্তব্যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, গত ১৫ বছরে আসামে মোট ২ হাজার ৯১৯ কোটি রুপি মূল্যের মাদক জব্দ করা হয়েছে। তিনি বলেন, ২০১৬ সালে বিজেপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর থেকে নিরাপত্তা বাহিনী প্রায় ২ হাজার ১৭০ কোটি রুপি মূল্যের মাদক উদ্ধার করেছে।

মুখ্যমন্ত্রীর তথ্য অনুযায়ী, ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত সময়ে মাদক জব্দের পরিমাণ ছিল প্রায় ৪০০ কোটি রুপি। ফলে গত ১৫ বছরে মোট জব্দের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৯১৯ কোটি রুপিতে। তিনি মাদক ও মনস্তাত্ত্বিক পদার্থবিরোধী অভিযানকে সাম্প্রতিক বছরগুলোতে আসাম পুলিশের সবচেয়ে দৃশ্যমান উদ্যোগগুলোর একটি হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও জানান, গত পাঁচ বছরে মাদক সংশ্লিষ্ট মামলায় ২৩ হাজারের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে।

বছরভিত্তিক পরিসংখ্যান তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, ২০২৫ সালে ৪১৯.৪৭ কোটি রুপি, ২০২৪ সালে ৬৫৮.৭৬ কোটি রুপি, ২০২৩ সালে ৭২২.৫৫ কোটি রুপি, এবং ২০২২ ও ২০২১ সালে প্রত্যেক বছর ৩৮৩.৬৪ কোটি রুপি মূল্যের মাদক জব্দ করা হয়েছে।

২০২৫ সালে জব্দকৃত মাদকের মধ্যে ছিল ৮৭ কেজি হেরোইন, ১ হাজার ৩৮১ কেজির বেশি গাঁজা, ২৭ লাখ ২৭ হাজার মনস্তাত্ত্বিক ট্যাবলেট, ১ লাখ ২৬ হাজার বোতল কাশির সিরাপ, ২০৯ কেজি আফিম এবং ৪৮ কেজি মরফিন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *