বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে সীমান্ত বন্ধের দাবি, বিএসএফকে স্মারকলিপি ভিএইচপির
![]()
নিউজ ডেস্ক
বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে ত্রিপুরার উত্তর ত্রিপুরা জেলা কমিটির বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে একটি স্মারকলিপি দিয়েছে। স্মারকলিপিতে রাগনা সীমান্ত অবিলম্বে বন্ধের দাবি জানানো হয়।
ভিএইচপির পক্ষ থেকে স্মারকলিপিটি রাগনা সীমান্ত চৌকির দায়িত্বপ্রাপ্ত বিএসএফ কমান্ড্যান্টের কাছে আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়।
স্মারকলিপিতে সংগঠনটির নেতারা অভিযোগ করেন, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা ধারাবাহিকভাবে নির্যাতন, সহিংসতা ও হত্যার শিকার হচ্ছেন। তাদের দাবি, এমন পরিস্থিতিতে সীমান্ত দিয়ে সব ধরনের বাণিজ্য ও যোগাযোগ অব্যাহত রাখা অনুচিত এবং তা অবিলম্বে বন্ধ করা প্রয়োজন।
ভিএইচপি নেতারা বলেন, অর্থনৈতিক স্বার্থের চেয়ে জাতীয় মর্যাদা ও সংখ্যালঘুদের নিরাপত্তা অগ্রাধিকার পাওয়া উচিত। তারা প্রশাসনের প্রতি দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জরুরি ভিত্তিতে উপস্থাপনের অনুরোধ করেন।
স্মারকলিপিতে বিশ্ব হিন্দু পরিষদের উত্তর ত্রিপুরা জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষর রয়েছে বলে জানা গেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।