বাঘাইছড়িতে শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় পাহাড়ি-বাঙালি শীতার্ত মানুষের পাশে ২৭ বিজিবি

বাঘাইছড়িতে শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় পাহাড়ি-বাঙালি শীতার্ত মানুষের পাশে ২৭ বিজিবি

বাঘাইছড়িতে শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় পাহাড়ি-বাঙালি শীতার্ত মানুষের পাশে ২৭ বিজিবি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলায় শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে মারিশ্যা জোন (২৭ বিজিবি)। মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।

আজ বুধবার (৭ জানুয়ারি ২০২৬) দুপুরে মারিশ্যা জোনের ব্যবস্থাপনায় কাঁচালং বর্ডার গার্ড পাবলিক স্কুল মাঠে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় ১৪০ জন শীতার্ত, দুঃস্থ ও অসহায় পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে শীতকালীন কম্বল বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মারিশ্যা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ।

বিতরণ কার্যক্রম শেষে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, পার্বত্য অঞ্চলে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে বিজিবি শুধু একটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, বরং পাহাড়ি ও বাঙালি সকল জনগোষ্ঠীর আস্থা ও বিশ্বাসের প্রতীক হিসেবে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, শীতের এই কঠিন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিজিবির মানবিক ও নৈতিক দায়িত্বের অংশ। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি পাহাড়ে টেকসই শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে ভবিষ্যতেও বিজিবির এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ক্যাপ্টেন অমিত কুমার সাহা, বিজিবির অন্যান্য সদস্যবৃন্দ, স্থানীয় প্রশাসনের প্রতিনিধিগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিজিবির মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান।

স্থানীয়দের মতে, এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পাহাড়ি অঞ্চলে পারস্পরিক আস্থা, সহাবস্থান ও সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করছে, যা দীর্ঘমেয়াদে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *