শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে শীতার্ত প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ালেন বিজিবির গুইমারা সেক্টর কমান্ডার
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও মানবিক সহমর্মিতার ধারাবাহিকতা বজায় রাখতে গুইমারা সেক্টর সদর দপ্তরে শীতার্ত প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ বুধবার (৭ জানুয়ারি ২০২৬) বিকেলে গুইমারা সেক্টর সদর দপ্তর প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে প্রান্তিক জনপদের ১৫০ জন পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন গুইমারা সেক্টর কমান্ডার কর্নেল মিজানুর রহমান।
শীতবস্ত্র বিতরণ শেষে প্রধান অতিথির বক্তব্যে সেক্টর কমান্ডার কর্নেল মিজানুর রহমান বলেন, পার্বত্য অঞ্চলে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে বিজিবি কেবল একটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে দায়িত্ব পালন করছে না; বরং পাহাড়ি ও বাঙালি সকল জনগোষ্ঠীর আস্থা ও বিশ্বাসের প্রতীক হিসেবে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, দুর্গম ও সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী সাধারণ মানুষের সুখ-দুঃখের অংশীদার হওয়াই বিজিবির মূল দর্শন।
তিনি আরও বলেন, শীতের এই কঠিন সময়ে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো বিজিবির মানবিক ও নৈতিক দায়িত্বের অংশ। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি পাহাড়ে টেকসই শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে ভবিষ্যতেও বিজিবির এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।.

অনুষ্ঠানে বিজিবির অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। শীতবস্ত্র পেয়ে উপকারভোগী প্রান্তিক জনগোষ্ঠীর সদস্যরা সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিজিবির মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান।
স্থানীয়দের মতে, এ ধরনের কার্যক্রম পাহাড়ি অঞ্চলে পারস্পরিক বিশ্বাস, সহাবস্থান ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করছে।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মানবিক দায়িত্ববোধ থেকেই গুইমারা সেক্টরের আওতাধীন দুর্গম ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য নিয়মিতভাবে এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।