মোটরসাইকেল চালক আকিব হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে গুইমারা থানার ওসির বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন - Southeast Asia Journal

মোটরসাইকেল চালক আকিব হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে গুইমারা থানার ওসির বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির গুইমারায় ৩রা মার্চ মঙ্গলবার মোটরসাইকেল চালক আকিব উদ্দিনকে অপহরণের পর হত্যার ঘটনায় ওসি বিদ্যুৎ বড়ুয়ার বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ উঠার পর অবশেষে এ বিষয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে।

খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাউদ্দিনকে প্রধান করে খাগড়াছড়ি পুলিশের বিশেষ শাখার এএসপি শাহ নেওয়াজ ও সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার (মাটিরাঙ্গা সার্কেল)কে সদস্য করে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৮ মার্চ হতে তিন সদস্যের তদন্ত কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন খাগড়াছড়ির পুলিশ সুপার।

খাগড়াছড়ি পুলিশের বিশেষ শাখার এএসপি সাহনেওয়াজ তদন্ত কমিটি গঠনের সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে তারা তদন্ত প্রতিবেদন জমা দিবেন।

এদিকে ঘটনার চারদিন অতিবাহিত হলেও ওসি বিদ্যুৎ বড়ুয়া এখনো বহাল তবিয়তে থাকায় নিহত আকিবের পরিবার ও স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে। এ ঘটনাকে কেন্দ্র করে ওসির অপসারন ও বিভাগীয় শাস্তির দাবিতে গন স্বাক্ষর ও সোমবার জালিয়াপাড়া চৌরাস্তায় মানববন্ধনের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন নিহত আকিবের পিতা ইকবাল হোসেন।

এর আগে, গত ৩রা মার্চ রাতে মোটর সাইকেল চালক আকিব উদ্দিনকে ভাড়ায় নিয়ে পরে অপহরন করে হত্যা ও মোটর সাইকেল ছিনতায়ের ঘটনায় গুইমারা থানার ওসি মামলা না নিয়ে নিহত আকিবের পিতা ইকবাল হোসেনকে পাগল ও মদখোর বলে থানা থেকে বের করে দেওয়া এবং পরের দিন ৯৯৯ এ ফোন করার পর রাত ১২ ঘটিকার সময়ে মামলা নেওয়াসহ হয়রানির অভিযোগ উঠে।