রামগড়ে উপজাতি কিশোরী ধর্ষণ, বাঙালি যুবক নয় ইউপিডিএফই ধর্ষক! - Southeast Asia Journal

রামগড়ে উপজাতি কিশোরী ধর্ষণ, বাঙালি যুবক নয় ইউপিডিএফই ধর্ষক!

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির রামগড়ে সম্প্রতি এক উপজাতি কিশোরীকে এক বাঙালি যুবক কর্তৃক ধর্ষনের অভিযোগ উঠেছে এবং পরবর্তীতে এ ঘটনায় থানায় মামলা ও বিক্ষোভ মিছিলের ঘটনাও ঘটেছে। তবে ঘটনার পেছনের রহস্য নিয়ে জনমনে এক ধরণের প্রশ্ন উঠেছে। বেরিয়ে এসেছে ঘটনার পেছনের মূল রহস্য, বাঙালি যুবক নয় ইউপিডিএফই সন্ত্রাসীরাই ধর্ষণ করেছে উক্ত কিশোরীকে।

জানা গেছে, গত ৪ঠা মার্চ বুধবার রামগড় উপজেলার ১নং রামগড় ইউনিয়নের বেলতলা (বড় খেদা) নামক এলাকায় আনুমানিক দুপুর ২টার সময় মোঃ আব্দুল মান্নান (মনু) এক যুবক কিশোরীকে বাড়িতে একা পেয়ে মুখ চেপে ধরে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এরপর তাকে পার্শ্ববর্তী এলাকার একটি বেলজিয়াম গাছের বাগানে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণের পর কিশোরীকে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে যায়। পরে জ্ঞান ফিরে এলে দিবাগত রাত আড়াটার সময় ওই কিশোরী চিৎকার করতে করতে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এ সময় কিশোরীর চিৎকার শুনে তার পিতা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। ঘটনার দিন কিশোরীর মা-বাবা রামগড় বাজারে ছিলেন বলে উল্লেখ করে এমন অভিযোগে এনে রামগড় থানায় বল্টুরাম পাড়ার মোঃ আলমাছ মিয়ার ছেলে আব্দুল মান্নান (মনু)কে আসামী করে মামলা দায়ের করে কিশোরীর পরিবার।

এ ঘটনায় ২দিন পর গত ৬ মার্ট শুক্রবার বৈদ্যপাড়া এলাকায় বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। এছাড়া এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হিল উইমেন্স ফেডারেশন।

তবে ঘটনার ৫ দিন পর উক্ত ঘটনার পেছনের রহস্য উদঘাটিত হয়েছে। অনুসন্ধানে জানা গেছে, মোঃ আব্দুল মান্নান (মনু)‘র সাথে উক্ত কিশোরীর দীর্ঘদিনের প্রেমঘটিত সম্পর্ক ছিলো। ঘটনার দিন বুধবার কিশোরীর পিতা-মাতা রামগড় বাজারে চলে আসলে উক্ত কিশোরী ও মোঃ আব্দুল মান্নান তাদের বাড়ির পাশের বাগানে বসে একসাথে একান্ত সময় কাটাতে গিয়েছিলো। তাৎক্ষনিক প্রসীত পন্থি আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠনের বেলতলা এলাকার চাঁদা কালেক্টর সজল ও তার সাথে থাকা ইউপিডিএফের লোকজন বিষয়টি দেখে ফেলে। এসময় মোঃ আব্দুল মান্নান ইউপিডিএফ সন্ত্রাসীদের ভয়ে সেখান থেকে দৌঁড়ে পালাতে সক্ষম হলেও উক্ত কিশোরীকে সেখান থেকে তুলে নিয়ে যায় ইউপিডিএফ সন্ত্রাসীরা। এরপর তাকে অজ্ঞাত স্থানে রেখে আনুমানিক ৫জন ইউপিডিএফ সন্ত্রাসী জোরপূর্বক ধর্ষণ করে তাকে পরদিন ভোরে তার বাড়িতে নিয়ে আসে। এসময় কিশোরীর মা-বাবাকে অস্ত্রের ভয় দেখিয়ে মেয়েকে দিয়ে রামগড় থানায় আব্দুল মান্নানের বিরুদ্ধে মামলাও করায় সন্ত্রাসীরা। পরবর্তীতে ইউপিডিএফের চাপের মুখে ভয়ে গ্রামবাসীরা ইউপিডিএফ কর্তৃক মান্নানের বিরুদ্ধে কল্পিত অভিযোগ এনে বিক্ষোভ মিছিল করে।

সূত্র মতে, এ ঘটনা কাউকে জানালে প্রানণাশের হুমকি প্রদান করায় বর্তমানে ইউপিডিএফের ভয়ে অনেকটা নিরাপত্তাহীনতায় রয়েছে উক্ত কিশোরীর পরিবার। এদিকে মিথ্যা অভিযোগে মামলা দায়েরের পর পুলিশ ও ইউপিডিএফ সন্ত্রাসীদের ভয়ে মোঃ আব্দুল মান্নান (মনু)ও এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কিশোরীর এক প্রতিবেশী উক্ত ঘটনার সত্যতা নিশ্চি করে জানান, বর্তমানে ইউপিডিএফ সন্ত্রাসীরা কিশোরীর পরিবারের উপর কড়া নজর রাখছেন, এতে অনেকটা শঙ্কার মধ্যে দিন যাপন করছে পরিবারটি।