রাঙামাটির শিয়ালদহে হাম রোগে আক্রান্ত হয়ে ৫ শিশুর মৃত্যু, ভয়াবহ আকার ধারণের আশঙ্কা
![]()
নিউজ ডেস্ক
সাম্প্রতিক সময়ে সারা বিশ্বের মতো বাংলাদেশেও ছড়িয়ে পড়া মহামারি করোনা ভাইরাসের প্রকোপের মাঝেই এবার রাঙামাটিতে দেখা দিয়েছে হাম রোগের প্রাদুর্ভাব। পাশ্ববর্তী বান্দরবানের লামায় অজানা রোগে (ধারণা করা হচ্ছে হাম) একজন নিহতের পর সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের তড়িৎ পদক্ষেপে গ্রামের অন্যান্যদের হাসপাতালে নিয়ে যাওয়ায় এর কিছুটা স্বস্তি মিললেও রাঙামাটির বাঘাইছড়িতে হাম রোগে আক্রান্ত হয়ে এ পর্যন্ত অন্তত ৫জন নিহতের খবর পাওয়া গেছে।
সূত্র মতে, বাঘাইছড়ি উপজেলার ৫৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধীনস্ত শিলাদহ বিওপির অন্তর্গত অরুণ পাড়া এলাকায় চলতি বছরের শুরু থেকে হঠাৎ হাম রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। গত ১৬ মার্চ এঘটনার খবর পেয়ে, হামের টিকা ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামসহ নিরাপত্তাবাহিনীর সহায়তায় বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৬ সদস্যের একটি মেডিকেল টিম গত ১৭ মার্চ মঙ্গলবার দুর্গম অরুন পাড়া এলাকায় যায়। সেখানে গিয়ে তারা আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিতে শুরু করে। এর মধ্যেই এ ঘটনায় গত ১৮ ফেব্রুয়ারি ৮ বছরের এক শিশু, গত ২১শে ফেব্রুয়ারি ৩ বছরের এক শিশু, ২৭ ফেব্রুয়ারি ২ বছরের এক শিশু, ১৪ মার্চ ২ বছরের এক শিশু ও গত ১৭ মার্চ ৩ বছরের এক শিশু মারা যায়।
এছাড়া বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অরুন পাড়া যাওয়া ৬ সদস্যের মেডিকেল টিমটি অদ্যাবদি শিয়ালদহ প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান করে আক্রান্তদের প্রয়োজনীয় সেবা দিয়ে আসছে বলে জানা গেছে।
রাঙামাটির সিভিল সার্জন ডা. বিপাশ খীসা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, রোগটি আসলে হাম কি-না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তারা আক্রান্ত ব্যক্তিদের রক্ত সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠিয়েছেন, রিপোর্ট আসলে রোগটি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এছাড়া অরুণ পাড়া এলাকায় বর্তমানে দেড় শতাধিক ব্যক্তি এ রোগে আক্রান্ত (যাদের বেশীর ভাগই শিশু) উল্লেখ করে তিনি জানিয়েছেন, তারা পুরোপুরি আক্রান্তদের সার্বক্ষনিক চেকেৎসা সেবা দিয়ে যাচ্ছেন।