খাগড়াছড়িতে ধর্মীয় অনুভূতিতে আঘাত, আটক ১ - Southeast Asia Journal

খাগড়াছড়িতে ধর্মীয় অনুভূতিতে আঘাত, আটক ১

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য জেলা খাগড়াছড়িতে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে আহসান হাবিব তসলিম নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের লোকজন। ১৯ মার্চ বৃহস্পতিবার বিকেলে খাগড়াছড়ি জেলা সদরের চেঙ্গী স্কয়ারে এ ঘটনা ঘটে বলে জানা যায়। আটককৃত আহসান হাবিব তসলিম পানছড়ি উপজেলার কলনীপাড়ার (৩নং ওয়ার্ড) আঃ সাত্তারের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই ধর্মীয় সম্প্রতি নষ্ট ও বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষে আটটকৃত যুবক তার নিজ নামে থাকা (আহসান হাবিব তসলিম) ফেসবুক একাউন্টের মাধ্যমে বিভিন্ন ইসলাম বিদ্বেষী, সরকার বিরোধী অপপ্রচার ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয় এমন প্রচারণা চালিয়ে আসছিলো। এমতাবস্থায় বিকেলে চেঙ্গী মোড়স্থ একটি বিকাশ এজেন্ট পয়েন্টের দোকান হতে তাকে আটক করে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিরা। পরে খাগড়াছড়ি সদর থানা পুলিশকে খবের দিয়ে তাদের হাতে তাকে সোপর্দ করা হয়।

এদিকে আটককৃত যুবকের ফেসবুক ওয়ালে গিয়ে, ভারতের বাবরী মসজিদকে নিয়ে ভারতীয় হাইকোর্টের দেয়া নির্দেশনাকে ব্যঙ্গ করে স্পর্শকাতর পোষ্ট, বাংলাদেশ সরকারের এক আদেশে সম্প্রতি বেশ কয়েকটি জঙ্গী সংগঠনকে নিষিদ্ধ করা এক প্রজ্ঞাপন নিয়ে সরকার বিরোধী মন্তব্য সহকারে পোষ্ট, ইসলাম ধর্মীয় আলেম-ওলামাদের নিয়ে বিদ্রুপাত্নক পোষ্টসহ নানা উস্কানীমূলক পোষ্ট ও মন্তব্যের দেখা মেলে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুর রশিদ আটকের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগের সত্যতা নিশ্চিত করে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।