করোনা প্রতিরোধে খাগড়ছড়িতে জেলা আওয়ামীলীগের সুরক্ষা সরঞ্জাম বিতরণ
![]()
নিউজ ডেস্ক
করোনা ভাইরাস প্রতিরোধ ও এর সংক্রমন এড়াতে খাগড়ছড়িতে জেলা আওয়ামীলীগের উদ্যোগে করোনা জনসচেনতামূলক লিফলেট ও সুরক্ষা সরঞ্জাম বিতরণ করা হয়েছে।
২৫শে মার্চ বুধবার সকালে জেলা সদরের মুক্তমঞ্চে এ কর্মসূচীর উদ্বোধন করেন উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য নির্মলেন্দু চৌধুরী, পৌরসভার মেয়র রফিকুল আলম, সদর উপজেলা চেয়ারম্যান শানে আলম, জেলা পরিষদ সদস্য এডভোকেট আশুতোষ চাকমা ও পার্থ ত্রিপুরা জুয়েলসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া দ্বিতীয় দিনের মতো খাগড়াছড়িতে করোনাভাইরাস সম্পর্কে সচেতনা সৃষ্টি করতে লিফলেট বিতরণ এবং শহরে প্রবেশ করা যানবাহনে জীবাণুনাশক স্প্রে করেছে স্থানীয় যুবকরা। সকাল থেকে জেলা শহরের প্রবেশধার বঙ্গবন্ধু স্কয়ারে দিনব্যাপি এ কার্যক্রম চলে।
এদিকে খাগড়াছড়িতে বিদেশ ফেরত ২৫৫ জনের মধ্যে গত ২৪ ঘন্টায় নতুন আরো ২৪ জনসহ ১২৪ জনকে হোম কোয়ারেন্টিনে নিয়েছে স্বাস্থ্য বিভাগ। তার মধ্যে ৪৪ জনকে ছাড়াপত্র দেওয়া হয়েছে। তবে আরো ১৩১ জন বিদেশ ফেরতকে কোয়ারেন্টিন নিশ্চিত করতে পারেনি তারা। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাক্তার নুপুর কান্তি দাশ।
অপর দিকে জেলা প্রশাসকের ফেইসবুক পেজ থেকে করোনাভাইরাস বিস্তার ঠেকাতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত খাগড়াছড়ি জেলার সকল সাপ্তাহিক হাট বন্ধ ঘোষণা করেছে। বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস জানান, সবাইকে ঘরে থাকতে হবে। জরুরী প্রয়োজন ছাড়া কাউকে বাইরে বের না হওয়ারও আহ্বান জানান তিনি।