খাগড়াছড়িতে আইসোলেশনে থাকা এক রোগীর মৃত্যু, চিকিৎসকসহ ৪ জন হোম কোয়ারেন্টাইনে - Southeast Asia Journal

খাগড়াছড়িতে আইসোলেশনে থাকা এক রোগীর মৃত্যু, চিকিৎসকসহ ৪ জন হোম কোয়ারেন্টাইনে

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে থাকা এক রোগীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ২৫শে মার্চ বুধবার রাত পৌনে ৯টার দিকে ওই রোগীর মৃত্যু হয় বলে জানিয়েছেন খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. পূর্ণজীবন চাকমা।

তিনি জানান, নিহত ব্যক্তির বয়স ৩০ বছরের মতো। তিনি দিন মজুরী পেশায় নিয়োজিত ছিলেন। নিহত ব্যক্তি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন বলে জানিয়েছে তার স্বজনরা।

তারা জানান, বুধবার সকালে শ্বাসকষ্ট, গলা ব্যথা নিয়ে হাসপাতালে আসলে লক্ষণ দেখে তাকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। লক্ষণ দেখে সন্দেহ হওয়ায় নিহত ব্যক্তি থেকে সংগ্রহ করা নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এছাড়া তার চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসকসহ, ২ নার্স ও ১ আয়াকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মরদেহ যথাযথ নিয়ম অনুসরণ করে স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে নিহতের গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।

You may have missed