রাঙামাটির বাঘাইছড়িতে দুর্বৃত্তের গুলিতে নিহত ১, আহত ১ - Southeast Asia Journal

রাঙামাটির বাঘাইছড়িতে দুর্বৃত্তের গুলিতে নিহত ১, আহত ১

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়িতে দুর্বৃত্তের গুলিতে জেএসএস’র (এমএন লারমা) কর্মী দূর্দব চাকমা(৪৫) নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। একই ঘটনায় নিহতের স্ত্রী পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। ২৫ শে মার্চ বুধবার রাত সোয়া নয়টার সময় বাঘাইছড়ি উপজেলা সদরের রূপকারি এলাকায় এই ঘটনা ঘটে।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ মঞ্জুর ঘটনার সত্যতা নিশ্চিত করে, নিহতের লাশ উদ্ধারে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলের দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন।

এদিকে এঘটনার জন্য সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএসকে দায়ী করে জেএসএস (এমএন লারমা) দলের এক নেতা জানিয়েছেন, প্রতিদিনের ন্যায় বুধবার রাতেও থানা থেকে চার কিলোমিটার দূরে রূপকারি এলাকার নিজ বাসায় ঘুমিয়ে ছিলেন দূর্দব ও তার পরিবার। এসময় জেএসএস এর সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালিয়ে অতর্কিত ব্রাশ ফায়ার করলে ঘুমন্ত অবস্থায়ই গুলিবিদ্ধ হয়ে সে মারা যায় এবং তার সাথে ঘুমিয়ে থাকা তার স্ত্রীও পায়ে গুলিবিদ্ধ হয়।