করোনা পরিস্থিতির মাঝেও পাহাড়ের মানুষের স্বাধীনতা দিবস উদযাপন - Southeast Asia Journal

করোনা পরিস্থিতির মাঝেও পাহাড়ের মানুষের স্বাধীনতা দিবস উদযাপন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সারা বিশ্বের মতো মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত বাংলাদেশও। ইতিমধ্যে করোনার ঝুঁকিতে থাকায় পার্বত্য জেলা বান্দরবানের ৩ উপজেলা লকডাউন করেছে জেলা প্রশাসন। পাশাপাশি ২৬ মার্চ বৃহস্পতিবার সকাল থেকেই তিন পার্বত্য জেলায় জেলা প্রশাসনের সাথে জনসচেতনতা ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে করেনা সংক্রমন এড়াতে মাঠে নেমেছে সেনাবাহিনী। এক প্রকার অঘোষিত লক ডাউন চলছে পার্বত্য চট্টগ্রামেও। পাহাড়ের প্রতিটি পর্যটন স্পট বন্ধ ঘোষনা করা হয়েছে। বন্ধ হয়ে গেছে গণপরিবহণ চলাচল। পাশাপাশি পাহাড়ে করোনা ঝুঁকি এড়াতে সরকারী প্রণোদনার অংশ হিসেবে নানা ঘোষনা এসেছে পার্বত্য তিন জেলা প্রশাসনের কাছ থেকে।

এতকিছুর পরেও থেমে নেই মহান স্বাধীনতা দিবস উদযাপনের আনুষ্ঠানিকতা। পাহাড়ের মানুষ করোনা পরিস্থিতির মাঝেও যেন ভুলে যায়নি নিজের স্বাধীনতার স্মৃতি। তাই স্বাধীনতার স্মৃতি বুকে ধারণ করে শ্রদ্ধাভরে স্মরণ করছে শহীদ বীর মুক্তিযোদ্ধাসহ দেশের জন্য আত্নত্যাগ করা মহামানবদের। এরই অংশ হিসেবে সকালে তিন পার্বত্য জেলাসিহ বিভিন্ন উপজেলায় স্মৃতি সৌধে শ্রদ্ধা জ্ঞাপন করেছে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

খাগড়াছড়ি:
খাগড়াছড়িতে সকালে জেলা প্রশাসন ছাড়াও স্থানীয় সংসদ সদস্য, ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং আভ্যন্তরীণ উদ্বাস্ত নির্দিষ্টকরণ সম্পর্কিত টাস্কফোর্স চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা স্মৃতি সৌধে সীমিত পরিসরে পুস্পস্তবক অর্পন করেন। এরপর একে একে খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম, জাতীয় পার্টির জেলা সাধারণ সম্পাদক ইঞ্জি: খোরশেদ আলম, সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মাসুদ, জেলা শিক্ষা অফিস পুষ্পস্তবক অর্পন করেন।

আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (গণতান্ত্রিক) ও জেএসএস (এমএন লারমা) এর পক্ষ হতেও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে খাগড়াছড়ি জেলা স্মৃতি সৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। সকালে জেএসএস (এমএন লারমা) জেলা সভাপতি আরদ পাল ও ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কালো বরন চাকমা যৌথভাবে এ পুষ্পস্তবক অর্পন করেন।

এছাড়া মাটিরাঙ্গায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভীষন কান্তি দাশ, উপজেলা চেয়ারম্যান রফিকুল আলম ও পৌর মেয়র শামসুল আলমসহ সরকারী-বেসরকারী দপ্তরের পক্ষ হতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এসময় মাটিরাঙ্গা সার্কেলের এএসপি জনাব মো: খোরশেদ আলম এবং অফিসার ইন চার্জ জনাব মো: শামসুদ্দীন ভূঁইয়া উপস্থিত ছিলেন।

রামগড়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম বদরুদ্দোজার নেতৃত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কার্বারী এবং পৌরসভার পক্ষ হতে মেয়র কাজী মোহাম্মদ শাহজাহান স্মৃতি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এসময় রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সামছুদ্দিন উপস্থিত ছিলেন। পরে সেখানে পতাকা উত্তোলন করেন অতিথিরা।

গুইমারায় উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগ পৃথকভাবে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে স্মৃতি সৌধে শ্রদ্ধা জানায়। জেলার মহালছড়ি, লক্ষ্মীছড়ি, পানছড়ি, দীঘিনালােয়ও সীমিত আকারে পালন করা হয় মহান স্বাধীনতা দিবস।

এছাড়া করোনা সংক্রমন এড়াতে জেলা আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠন খাগড়াছড়িতে তাদের পূর্ব নির্ধারিত জনসমাগম ও অনুষ্ঠান বাতিল করেছে।

রাঙামাটি:

সকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মোঃ আলমগীর কবীর ও জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ রাঙ্গামাটি জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ ও জাতীয় পতাকা উত্তোলন করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ ছুফি উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মাঈন উদ্দিন চৌধুরীসহ রাঙ্গামাটি জেলা পুলিশের সদস্যবৃন্দ।

এছাড়া জেলার বাঘাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হচ্ছে। দিবসের প্রথম প্রহরে জাতীয় পতাকা উত্তলন, ৩১ বার তোপোধ্বনির পর শহীদ ব্যাধিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। করোনা পরিশ্রিতি বিবেচনা সীমিত পরিসরে আনুষ্ঠানিকতা পালন করা হয়। এসময় বাঘাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুদর্শন চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান হাবিব জিতু, ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা, বাঘাইছড়ি থানার ওসি এমএ মনজুর, আনসার ভিডিপি কর্মকর্তা আবুল বাশার উপস্থিত ছিলেন।

পুষ্পমাল্য অপর্ন শেষে স্মৃতি সৌধে দাড়িয়ে মোনাজাতের মাধ্যমে স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী সকল বীর শহীদের প্রতি দোয়া ও প্রার্থনা করার পর, স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা সমাপ্তি করা হয়।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আজ সকাল ৮ টায় জাতীয় পতাকা উত্তোলন করেন কাউখালী উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, উপজেলা নির্বাহী অফিসার খালেদা খাতুন রেখা ও অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম। এ সময় বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া রাজস্থলিতেও উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আওয়ামীলীগ ও অন্যান্য সংগঠনের পক্ষ থেকে সীমিত পরিসরে স্মৃতি সৌধে ফুল দিয়ে স্বাধীনতা দিবস পালন করা হয়।

পাশাপাশি জেলার বিভিন্ন উপজেলায়ও সীমিত পরিসরে স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে।

বান্দরবান:

বান্দরবানে জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা পরিষদসহ জেলার বিভিন্ন সংগঠনের পক্ষ হতে স্মৃতি সৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়।এসময় করোনা সচেতনায় সকল অনুষ্ঠান বাতিল করা হয়।

জেলার লামায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরে জান্নাত রুমির নেতৃত্বে উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র পৃথক ভাবে স্মৃতি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

You may have missed