রাঙামাটিতে শুভেচ্ছা উপহার নিয়ে হোম কোয়ারেন্টাইনে থাকা মানুষদের পাশে সেনাবাহিনী - Southeast Asia Journal

রাঙামাটিতে শুভেচ্ছা উপহার নিয়ে হোম কোয়ারেন্টাইনে থাকা মানুষদের পাশে সেনাবাহিনী

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সারা বিশ্বের মতো মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত বাংলাদেশও। ইতিমধ্যে করোনার ঝুঁকিতে থাকায় পার্বত্য জেলা বান্দরবানের ৩ উপজেলা লকডাউন করেছে জেলা প্রশাসন। এছাড়া খাগড়াছড়ি ও রাঙামাটিও মূলত এক অঘোষিত লকডাউনের মধ্যে রয়েছে। প্রয়োজন ছাড়া কেউ যেন রাস্তায় বের না হয় সেদিকে লক্ষ্য রাখছে দেশের আইন শৃঙ্খলা বাহিনী। করোনা প্রভাব হ্রাস ও সংক্রমন এড়াতে ২৬ মার্চ থেকে জেলা প্রশাসন তথা বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে সারা দেশের ন্যায় পার্বত্য জেলা গুলোতেও মাঠে নেমেছে সেনাবাহিনী, কোথাও কোথাও আবার সেনাবাহিনীকে দেখা গেছে মাইক হাতে করোনার সংক্রমন রোধে জনসচেতনতা তৈরীর লক্ষে মাইকিং করতে।

এদিকে রাঙামাটিতে সকাল থেকেই মাঠে থেকে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি ও করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করছে সেনা সদস্যরা। এর পাশাপাশি রাঙামাটি রিজিয়ন সকাল থেকেই রাঙামাটির বিভিন্ন এলাকায় নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার তদারকির পাশাপাশি রাঙামাটিতে হোম কোয়ারেন্টিনে থাকা মানুষদের কাছে শুভেচ্ছা উপহার হিসেবে ফলমূল পৌঁছে দিচ্ছে। রাঙামাটিতে টানা কয়েকদিন ধরে ১১২ জন হোম কোয়ারেন্টিনে থাকায়, সেইসব মানুষের কষ্ট লাঘবে রাঙামাটি রিজিয়ন কর্তৃক এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানা যায় । এছাড়া রাঙামাটির প্রতিটি এলাকায় সকলকে আগামী ১৪ দিন সামাজিক দূরত্ব বজায় রেখে চলার পরামর্শ দেয়া হয়েছে সেনাবাহিনীর পক্ষ হতে।

পাশাপাশি বিভিন্ন বাজারে লোকজন যেন অপ্রয়োজনে ভিড় না জমায় সেদিকেও লক্ষ্য রাখছেন সেনাবাহিনী ও প্রশাসনের কর্মকর্তাগণ। দেশের এমন কঠিন মুহুর্তে সেনাবাহিনীর এই ছোট্ট প্রচেষ্টা যেন সবার মুখে হাসি ফুটিয়ে তুলেছে এবং ভবিষ্যতেও রিজিয়ন কর্তৃক এমন পদক্ষেপ নেয়া হবে বলে জানায় রাঙামাটি রিজিয়ন কর্তৃপক্ষ।

You may have missed