আজও বিভিন্ন উপজেলায় কর্মহীন মানুষদের মাঝে সরকারী-বেসরকারী ত্রাণ বিতরণ, করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে মাঠে প্রশাসন
 
                 
নিউজ ডেস্ক
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধ, জনসচেতনতা সৃষ্টি, সামাজিক দূরত্ব নিশ্চিত ও এর সংক্রমণ এড়াতে বেসামরিক প্রশাসনকে সহায়তার অংশ হিসেবে খাগড়াছড়ি অব্যাহত রয়েছে সেনাবাহিনীর টহল, সাথে রয়েছে ম্যাজিষ্ট্রেট ও পুলিশের অভিযান। এর পাশাপাশি আজও জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় সরকারী ও বেসরকারী উদ্যোগে কর্মহীন মানুষদের মাঝে বিতরণ করা হয়েছে ত্রাণ সামগ্রী।
জেলা সদরঃ
সকাল থেকেই (৩০ মার্চ) জেলা সদরের প্রবেশ মুখে প্রতি দিনের মতো নিজেদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে স্বেচ্ছাসেবী যুবকরা। জেলা সদরে প্রবেশ করা ব্যক্তি বা গাড়ি স্প্রে, লিফলেট বিতরণ ও মাস্ক বিতরণ করছে তারা। পাশাপাশি জেলা সদরের বিভিন্ন স্থানে আইন-শৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে আজ মাঠে নেমেছেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান শাকিল।

জেলা শহরের বিভিন্ন সরকারী ও বেসরকারী উদ্যোগে বিতরণ করা হয়েছে ত্রান সামগ্রী। সকালে সদর উপজেলা প্রশাসনের পক্ষ হতে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে বিভিন্ন এলাকায়। এর বাইরে ব্যক্তিগত পক্ষ হতে প্রায় ৮০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন খাগড়াছড়ির পৌর মেয়র রফিকুল আলম।
সকালে সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের পক্ষ হতে খাগড়াছড়ি শহরে জীবানুনাশক স্প্রে করা হয়েছে। খাগড়াছড়ি সদর জোনের এডজুটেন্ট ক্যাপ্টেন আহসানের নেতৃত্বে এসময় জেলা শহরে সামাজিক দূরত্ব বজায় রাখতে মাইকিংও করা হয়েছে।
পানছড়িঃ
 করোনা প্রতিরোধে খাগড়াছড়ির পানছড়িতে আজও অব্যাহত রয়েছে সেনাবাহিনীর জনসচেতনামূলক কার্যক্রম। করোনা প্রতিরোধে উপজেলার গুরুত্বপূর্ন স্থানগুলোতে বন্ধ রয়েছে জনসমাগম। করোনা ভাইরাস সংক্রমণ রোধে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাস্ক ব্যবহার, হ্যান্ড স্যানিটাইজার সহ অসহায় দরিদ্র মানুষের পাশে দাড়িয়েছে পানছড়ি উপজেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন। সারাদিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম পানছড়ির প্রত্যন্ত অঞ্চলের প্রতি পরিবারে ত্রাণ বিতরণ করেন। এছাড়া পানছড়ি উপজেলা আওয়ামীলীগের ক্রিড়া বিষয়ক সম্পাদক মোঃ শাহজাহান কবির সাজু এর নিজস্ব অর্থায়নে জীবাণুনাশক স্প্রে করার জন্য পাইলট ফার্ম, কলনীপাড়া এবং শান্তিপুর এলাকায় ওয়াশিং পাউডার বিতরণ করা হয়।
করোনা প্রতিরোধে খাগড়াছড়ির পানছড়িতে আজও অব্যাহত রয়েছে সেনাবাহিনীর জনসচেতনামূলক কার্যক্রম। করোনা প্রতিরোধে উপজেলার গুরুত্বপূর্ন স্থানগুলোতে বন্ধ রয়েছে জনসমাগম। করোনা ভাইরাস সংক্রমণ রোধে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাস্ক ব্যবহার, হ্যান্ড স্যানিটাইজার সহ অসহায় দরিদ্র মানুষের পাশে দাড়িয়েছে পানছড়ি উপজেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন। সারাদিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম পানছড়ির প্রত্যন্ত অঞ্চলের প্রতি পরিবারে ত্রাণ বিতরণ করেন। এছাড়া পানছড়ি উপজেলা আওয়ামীলীগের ক্রিড়া বিষয়ক সম্পাদক মোঃ শাহজাহান কবির সাজু এর নিজস্ব অর্থায়নে জীবাণুনাশক স্প্রে করার জন্য পাইলট ফার্ম, কলনীপাড়া এবং শান্তিপুর এলাকায় ওয়াশিং পাউডার বিতরণ করা হয়।
দীঘিনালাঃ
করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দুরত্ব বজায় রাখতে সিভিল প্রশাসনের সাথে সমন্বয় করে দীঘিনালা উপজেলা প্রশাসন ও থানার সমন্বয়ে সেনা ও পুলিশের যৌথ টহল অব্যাহত রয়েছে। সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকায় সেনাবাহিনী কর্তৃক মাইকিং, লিফলেট বিতরনসহ সচেতনতা বৃদ্ধির জন্য সকলকে নির্দেশনা প্রদান করা হয়েছে।
রামগড়ঃ
 জেলার প্রবেশমুখ রামগড়ে করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে ও স্থানীয় জনগণের মধ্যে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বেসামরিক প্রশাসনকে সহায়তার অংশ হিসেবে অব্যাহত রয়েছে সেনা ও পুলিশের যৌথ টহল। পাশাপাশি বাজারে এলাকায় ভ্রাম্যমান আদালতের বিভিন্ন অভিযানও অব্যাহত আছে। সকালে জনসচেতনতায় একসাথে টহল দেয় পুলিশ ও সেনাবাহিনী। পাশাপাশি রামগড় পৌরসভার মেয়র কাজী মোহাম্মদ শাহজাহানের ব্যক্তিগত অর্থায়নে উপজেলার প্রায় ২০০ কর্মহীন পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। এদিকে রামগড় উপজেলা প্রশাসনের আয়োজনে করোনা ভাইরাস মোকাবেলায় অসহায় ও গরীবদের মাঝে ১০০ টি পরিবারকে ত্রান সামগ্রী বিতরন করেন ১ নং রামগড় ইউনিয়ন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম বদরুদোজা, সদর ইউপি চেয়ারম্যান মোঃ শাহ আলম মজুমদার প্রত্যেক বাড়ীতে গিয়ে ত্রাণ সামগ্রী বিতরন করেন। পাশাপাশি নুরজাহান স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ হতে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত বিভাগীয় পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমদ (তুহিন) ও তাদের পরিবারের সদস্যরা উপজেলা বিভিন্ন এলাকার ৪০টি পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন।
জেলার প্রবেশমুখ রামগড়ে করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে ও স্থানীয় জনগণের মধ্যে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বেসামরিক প্রশাসনকে সহায়তার অংশ হিসেবে অব্যাহত রয়েছে সেনা ও পুলিশের যৌথ টহল। পাশাপাশি বাজারে এলাকায় ভ্রাম্যমান আদালতের বিভিন্ন অভিযানও অব্যাহত আছে। সকালে জনসচেতনতায় একসাথে টহল দেয় পুলিশ ও সেনাবাহিনী। পাশাপাশি রামগড় পৌরসভার মেয়র কাজী মোহাম্মদ শাহজাহানের ব্যক্তিগত অর্থায়নে উপজেলার প্রায় ২০০ কর্মহীন পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। এদিকে রামগড় উপজেলা প্রশাসনের আয়োজনে করোনা ভাইরাস মোকাবেলায় অসহায় ও গরীবদের মাঝে ১০০ টি পরিবারকে ত্রান সামগ্রী বিতরন করেন ১ নং রামগড় ইউনিয়ন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম বদরুদোজা, সদর ইউপি চেয়ারম্যান মোঃ শাহ আলম মজুমদার প্রত্যেক বাড়ীতে গিয়ে ত্রাণ সামগ্রী বিতরন করেন। পাশাপাশি নুরজাহান স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ হতে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত বিভাগীয় পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমদ (তুহিন) ও তাদের পরিবারের সদস্যরা উপজেলা বিভিন্ন এলাকার ৪০টি পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন।
মহালছড়িঃ
মহালছড়িতে করোনা পরিস্থিতিতে লকডাউনে থাকা লোকজনকে সরকারী সহায়তার অংশ হিসেবে ত্রান সামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দত্তের নেতৃত্বে এসব ত্রান বিতরণ করা হয়। পাশাপাশি উপজেলা ছাত্রলীগের পক্ষ হতে আজও উপজেলার বিভিন্ন স্থানে বাড়ি বাড়ি গিয়ে ত্রান বিতরণ করা হয়।
মানিকছড়িঃ
 মানিকছড়িতে উপজেলা প্রশাসন পক্ষ হতে উপজেলার বিভিন্ন স্থানে প্রধানমন্ত্রী ঘোষিত ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। মানিকছড়ি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদের নেতৃত্বে ত্রান বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জনাব মো: জয়নাল আবেদীন, মানিকছড়ি সাব জোন কমান্ডার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: কামাল উদ্দিন প্রমুখ।
মানিকছড়িতে উপজেলা প্রশাসন পক্ষ হতে উপজেলার বিভিন্ন স্থানে প্রধানমন্ত্রী ঘোষিত ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। মানিকছড়ি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদের নেতৃত্বে ত্রান বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জনাব মো: জয়নাল আবেদীন, মানিকছড়ি সাব জোন কমান্ডার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: কামাল উদ্দিন প্রমুখ।
মাটিরাঙ্গাঃ
 মাটিরাঙ্গায় পৌরসভার পক্ষ হতে বিভিন্ন ওয়ার্ডে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জীবানুনাশক সাবান ও ওয়াশিং পাউডার বিতরণ করা হয়েছে। সকাল ১১টার দিকে পৌর মেয়র মো: শামছুল হক ৯ ওয়ার্ড কাউন্সিলরসহ ৩ মহিলা কাউন্সিলরদের হাতে দরিদ্র জনগনের মাঝে বিতরণের জন্য বরাদ্ধকৃত জীবানুনাশক তুলে দেন। পাশাপাশিেএক কাউন্সিলরের পক্ষ হতেও পৌরসভার ৪নং ওয়ার্ডে ত্রাণ বিতরণ করা হয়েছে।
মাটিরাঙ্গায় পৌরসভার পক্ষ হতে বিভিন্ন ওয়ার্ডে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জীবানুনাশক সাবান ও ওয়াশিং পাউডার বিতরণ করা হয়েছে। সকাল ১১টার দিকে পৌর মেয়র মো: শামছুল হক ৯ ওয়ার্ড কাউন্সিলরসহ ৩ মহিলা কাউন্সিলরদের হাতে দরিদ্র জনগনের মাঝে বিতরণের জন্য বরাদ্ধকৃত জীবানুনাশক তুলে দেন। পাশাপাশিেএক কাউন্সিলরের পক্ষ হতেও পৌরসভার ৪নং ওয়ার্ডে ত্রাণ বিতরণ করা হয়েছে।
গুইমারাঃ
 গুইমারা উপজেলা প্রশাসনের আয়োজনে করোনা ভাইরাস মোকাবেলায় দেশব্যাপি লকডাউন এর কারনে অসহায় ও গরীবদের মাঝে ত্রান সামগ্রী বিতরন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তুয়ার আহমেদ। উপজেলার মুসলিম পাড়া, জনার্ধন পাড়া, ইন্দ্র্রমনি পাড়ায় মোট ১৫০ টি পরিবারের মধ্যে এসব ত্রাণ বিতরণ করা হয়। এসময় উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদ মেমং মারমা উপস্থিত ছিলেন।
গুইমারা উপজেলা প্রশাসনের আয়োজনে করোনা ভাইরাস মোকাবেলায় দেশব্যাপি লকডাউন এর কারনে অসহায় ও গরীবদের মাঝে ত্রান সামগ্রী বিতরন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তুয়ার আহমেদ। উপজেলার মুসলিম পাড়া, জনার্ধন পাড়া, ইন্দ্র্রমনি পাড়ায় মোট ১৫০ টি পরিবারের মধ্যে এসব ত্রাণ বিতরণ করা হয়। এসময় উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদ মেমং মারমা উপস্থিত ছিলেন।
লক্ষ্মীছড়িঃ
জেলার লক্ষ্মীছড়িতে উপজেলা প্রশাসনের সহায়তায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ ইকবালের উপস্থিতিতে উপজেলার দিঘলছড়ি, বানর কাটা, বারাডোনা, বেলতলী, বাজার এলাকায় গরীব জনগনের মাঝে ত্রাণ বিতরন করা হয়। বিতরনের সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রাজু চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান সুমনা চাকমা।
