করোনা মোকাবেলায় তিন জেলা পরিষদে ৬শ মে:টন খাদ্যশস্য বরাদ্দ
 
                 
নিউজ ডেস্ক
মহামারি করোনা ভাইরাস মোকাবেলায় তিন পার্বত্য জেলার জন্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে ৫০ লক্ষ টাকা বরাদ্দ দেয়ার পাশাপাশি ২শত মেট্রিক টন করে মোট ৬শত মেক্ট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দেয়া হয়েছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
এসময় তিনি বলেন, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কণ্যা বাংলাদেশ সরকারের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রতিনিয়ত সারাদেশের সাথে সাথে পার্বত্য চট্টগ্রামের মানুষের খোঁজ খবর রাখছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক এই সময়ে যাতে পার্বত্য অঞ্চলের মানুষকে কষ্ট পেতে না হয় সেদিকে লক্ষ্য রেখে তিন পার্বত্য জেলার প্রতিটা উপজেলা, পৌরসভা,ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন ওর্য়াডে ওর্য়াডে বাড়িতে বাড়িতে গিয়ে অসহায় শ্রমজীবী ও দিনমজুর পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।
৩০শে মার্চ সোমবার সকালে করোনা ভাইরাস মোকাবেলায় বান্দরবান পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের অসহায় শ্রমজীবী ও দিন মজুর পরিবারের ঘরে ঘরে খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধনকালে এসব কথা বলেন মন্ত্রী।
এসময় আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুরসহ বান্দরবান পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরা উপস্থিত ছিলেন।
