কাপ্তাইয়ে যুবলীগ নেতা হত্যার ঘটনায় দীপংকর তালুকদারের তীব্র নিন্দা
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটির কাপ্তাই উপজেলাধীন চিৎমরম ইউনিয়ন যুবলীগ এর ৩নং ওয়ার্ড সহ-সভাপতি উ সুই প্রু মারমার (৩০) হত্যাকান্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বৃহস্পতিবার গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার এমপি বলেছেন, “বর্তমানে দেশে করোনা ভাইরাসের সংকটময় মুহুর্তে ঘর থেকে বের হওয়ায় নিষিদ্ধ, এমন অবস্থায়ও হত্যাকান্ড ঘটাচ্ছে জেএসএস এর অবৈধ অস্ত্রধারী আঞ্চলিক সন্ত্রাসী গোষ্ঠী। জেএসএস এর সন্ত্রাসীরা দেশের কঠিন পরিস্থিতিকে ঘোলাটে করার চেষ্টায় নিরীহ মানুষ হত্যায় মেতে উঠেছে।”
বিবৃতিতে তিনি আরো বলেন, “সেনাবাহিনী করোনা মোকাবেলায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে, আমরা এই কাজের প্রশংসা করি। এই মুহুর্ত্যে করোনা মোকাবেলার পাশাপাশি এখানে অবৈধ অস্ত্রধারী আঞ্চলিক সন্ত্রাসীদের নির্মূল করাও জরুরী। আমরা এ ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ ও দোষীদের গ্রেফতারের দাবী জানাচ্ছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।”