করোনা সংক্রমণ এড়াতে সড়কে জীবানুনাশক স্প্রে করছে জেএসএস (এমএন লারমা) - Southeast Asia Journal

করোনা সংক্রমণ এড়াতে সড়কে জীবানুনাশক স্প্রে করছে জেএসএস (এমএন লারমা)

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের বিস্তার রোধকল্পে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি, রাঙামাটি বান্দরবানের বেশ কয়েকটি উপজেলায় জীবানুনাশক স্প্রে করছে পাহাড়ের আঞ্চলিক সংগঠন জেএসএস (এমএন লারমা)।

গত ৩০শে মার্চ থেকেই তিন পার্বত্য জেলা সদরসহ বেশ কয়েকটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়কে পার্বত্য চট্রগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা)র উদ্যোগে জীবাণুনাশক ঔষধের পানি ছিটানোর কার্যক্রম শুরু হয়েছে বলে জানা গেছে।

এ কার্যক্রমের অংশ হিসেবে আজও (২রা এপ্রিল) খাগড়াছড়ি সদরের পৌর এলাকা জীবানুনাশক ঔষধের পানি ছিটানো হয়। এছাড়াও স্ব স্ব এলাকার নেতা-কর্মীরা স্থানীয় প্রশাসনকে নানা ভাবে সহযোগীতা করে যাচ্ছে।

করোনা ভাইরাস রোধ কল্পে প্রশাসনের পাশাপাশি জনসংহতি সমিতি (এমএন লারমা) এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও সংগঠনের পক্ষ হতে জানানো হয়েছে।