লক্ষ্মীছড়ির দুর্গম এলাকাগুলোতে ত্রাণ সহায়তা নিয়ে দুঃস্থদের ঘরে ঘরে ইউপিডিএফ (গণতান্ত্রিক)
![]()
নিউজ ডেস্ক
করোনা মহামারিতে সারাদেশ একপ্রকার থমকে গেছে, অঘোষিত লকডাউনের কবলে বাংলাদেশ। লকডাউনে থাকা সময়টাতে সরকারী-বেসরকারী ব্যক্তি, প্রতিষ্ঠান সারাদেশের মতো পাহাড়েও অসহায়, দুঃস্থ ও কর্মহীনদের মাঝে ত্রাণ বিতরণ করছে। পাশাপাশি পাহাড়ে করোনা সচেতনতায় মাইকিং, জীবানুনাশক স্প্রে ও ত্রাণ সামগ্রী বিতরণ করছে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (গণতান্ত্রিক)।
এরই ধারাবাহিকতায় সকালে (৫ এপ্রিল) খাগড়াছড়ি পার্বত্য জেলার লক্ষ্মীছড়ি উপজেলার দুর্গম বেশ কয়েকটি এলাকায় অসহায়, দুঃস্থ ও কর্মহীনদের ঘরে ঘরে গিয়ে সামর্থ অনুযায়ী চাল, ঢাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছে সংগঠনটির নেতারা।
ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র লক্ষ্মীছড়ি উপজেলা সমন্বয়ক জ্যোতিষ চাকমার নেতৃত্বে এদিন উপজেলার অন্তত ২শতাধিক পরিবারের মাঝে এসব ত্রাণ বিতরণ করা হয় বলে জানা গেছে।
ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র নেতারা জানিয়েছেন, পাহাড়ে করোনা পরিস্থিতি মোকাবেলায় মাঠে থেকে সরকারের পাশাপাশি ভবিষ্যতেও তারা সাধারণ খেটে খাওয়া ও কর্মহীনদের পাশে থাকবেন।