পানছড়িতে ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র ত্রাণ সহায়তা
![]()
নিউজ ডেস্ক
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে স্থবির হয়ে পড়া পাহাড়ী জনপদে সাধারণ খেটে খাওয়া লোকজনের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে খাগড়াছড়ির পানছড়িতে অসহায়, দুঃস্থ ও কর্মহীনদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র নেতা-কর্মীরা।
রবিবার (৫ এপ্রিল) সকালে পানছড়ি উপজেলার উল্টাছড়ি, ফাতেমা নগর, পোড়াবাড়ি, কলাবাগান, দমদম, শান্তি নগর এবং টিএন্ডটি এলাকাসহ বেশ কয়েকটি এলাকায় দুঃস্থ ও করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়াদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র উপজেলা সমন্বয়ক দীপন আলো চাকমার নেতৃত্বে অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল মোমিন, ইউপি চেয়ারম্যান নাজির হোসেন, ইউপি সদস্যা হীরামতি প্রমুখ উপস্থিত ছিলেন।
ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র নেতারা জানিয়েছেন, পাহাড়ে করোনা পরিস্থিতি মোকাবেলায় মাঠে থেকে সরকারের পাশাপাশি ভবিষ্যতেও তারা সাধারণ খেটে খাওয়া ও কর্মহীনদের পাশে থাকবেন।