খাগড়াছড়িতে সমাজ সেবিকা শাপলা ত্রিপুরার ত্রাণ বিতরণ - Southeast Asia Journal

খাগড়াছড়িতে সমাজ সেবিকা শাপলা ত্রিপুরার ত্রাণ বিতরণ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

করোনা পরিস্থিতিতে পাহাড়ী জনপদ খাগড়াছড়িতে অসহায়, দুঃস্থ ও কর্মহীন হয়ে পড়া পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ কেন্দ্রীয় কমিটির অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক, সমাজসেবক শাপলা দেবী ত্রিপুরা। নিজস্ব অর্থায়নে কর্মহীনদের খাদ্য ও ভোগ্যপণ্যসহ জরুরী ঔষুধ খরচ বাবদ প্রতি পরিবারকে নগদ ২০০ টাকা করে প্রদান করেছেন তিনি। এছাড়াও তিনি মাটিরাঙ্গা উপজেলায় দুর্গম ত্রিপুরা পাড়ায় সহযোগিতা দিয়ে যাচ্ছে বলে জানা যায়।

গত ৫ই এপ্রিল রবিবার দুপুরে খাগড়াছড়ি সদরের পেরাছড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড হাদুক পাড়ায় ভূমিহীন ও হতদরিদ্র ২০ পরিবারের মাঝে এ ত্রাণসামগ্রী ও জরুরী ঔষধ খরচ বাবদ বিতরণ করা হয়।

এসময় খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির সদস্য মনো প্রিয়া ত্রিপুরা, তৃপ্তি রানী ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নক্ষত্র ত্রিপুরা, কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক উদয় জীবন ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক অঞ্জুলাল ত্রিপুরা, খাগড়াছড়ি সদর কলেজ শাখার সভাপতি টিটু ত্রিপুরাসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

এসময় শাপলা দেবী ত্রিপুরা জানান, “আমি দীর্ঘদিন ধরে অসুস্থ, কিন্তু করোনায় এ পরিস্থিতি আমি ঘরে বসে থাকব, আর আমার বাড়ির পাশের লোক খেতে পাচ্ছে কিনা। তার জন্য এটি আমার সামাজিক ও নাগরিক দায়বদ্ধতার অবস্থান থেকে নেয়া সীমিত উদ্যোগ। দেশ ও জনগণের স্বার্থে প্রয়োজনে আরো বেশি মানুষকে সামর্থ্য অনুযায়ী সহযোগিতার কার্যক্রম অব্যাহত থাকবে।”

You may have missed