অসুস্থতাজনিত কারণে মৃত্যু হওয়া সুমন চাকমার দাহক্রিয়ায় যায়নি কোন ভান্তে ! - Southeast Asia Journal

অসুস্থতাজনিত কারণে মৃত্যু হওয়া সুমন চাকমার দাহক্রিয়ায় যায়নি কোন ভান্তে !

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

করোনা ভাইরাসের কারণে মৃত্যু হয়েছে এমন গুজবে ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমন চাকমার দাহক্রিয়ায় কোন ভান্তে যায়নি বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, খাগড়াছড়ি সদর উপজেলার দাতকুপা এলাকার আগলাশিং পাড়ার সুপেন চাকমার ছেলে সুমন। ক্যান্সারে আক্রান্ত ফুসফুসজনিত রোগে মারা যায় সে। সোমবার (৬ এপ্রিল) সকালে খাগড়াছড়িতে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

জানা গেছে, সুমন চাকমা ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। শিক্ষা ও গবেষণা অনুষদের ২২তম ব্যাচের ছাত্র সুমন জগন্নাথ হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। এবার তার দাহ ক্রিয়ায়ও করোনার ভয়ে আসেনি ধর্মীয় কাজ সম্পাদন করার জন্য কোন ভান্তে। পরে স্বজনরাই তার দাহ শেষ করেন।

উল্লেখ্য, আগে থেকেই শারীরিক অসুস্থ সুমন চাকমার মৃত্যুর ঘটনায় স্বার্থান্বেষী একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। সুমন চাকমা এমনিতেই দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। ইতিপূর্বে তিনি ভারতে গিয়ে চিকিৎসা নিয়েছেন। সাম্প্রতিক সময়ে গত ১৮ মার্চ তিনি খাগড়াছড়ির নিজ বাড়িতে আসেন, আজ তার মৃত্যু ঘটে। যেহেতু তিনি আগেই অসুস্থ ছিলেন, তাই বর্তমান মহামারি করোনা ভাইরাসের কারণে তার মৃত্যু হয়েছে কি-না তা নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। সুমনের সহপাঠী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সরোয়ার আলম বলেছেন, ‘বন্ধু সুমন অনেকদিন ধরেই ক্যান্সারে আক্রান্ত। সে সম্প্রতি ভারত থেকে চিকিৎসাও নিয়ে এসেছিল।