রাঙামাটির ৪০ পরিবারে পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের ত্রাণ সহায়তা
 
                 
নিউজ ডেস্ক
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কর্মহীন হয়ে পড়া দুঃস্থ ও অসহায়দের পাশে দাঁড়ানোর লক্ষ্যে রাঙামাটি পার্বত্য জেলার লংগদু, কাউখালি, নানিয়ারচর, কাপ্তাই ও বরকল এলাকার ৪০টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদ।
১৪ এপ্রিল মঙ্গলবার সকালে রাঙামাটি ও খাগড়াছড়ির এসব স্থানে অসহায়, দুঃস্থ ও কর্মহীন ৪০ টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের কেন্দ্রীয় সভাপতি মোঃ মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক মিনহাজ তৌকি।

জানা গেছে, বুয়েটের প্রাক্তন ছাত্রদের স্বেচ্ছাসেবী সংগঠন WE এর অনুদানের টাকায় এসব ত্রাণ বিতরণ করছে সংগঠনটি। এর আগেও গত ৩রা এপ্রিল শুক্রবার রাঙামাটির লংগদু ও খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সর্বমোট ৩৫টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করে পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদ।
প্রসঙ্গত, ২০১৪ সালের ৭ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় জাতীয় রাজস্ব বোর্ডের আঞ্চলিক কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন ও খাগড়াছড়ি সরকারী কলেজের প্রভাষক মোঃ জাকির হোসেনের নেতৃত্বে সংগঠনটির পথচলা শুরু হয়। উক্ত সংগঠনে বর্তমানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)’র আইপিই বিভাগের ছাত্র মোঃ মহিউদ্দিন সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র মোঃ মিনহাজ তৌকি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মহা-পরিচালক (অতিরিক্ত সচিব) আবু সৈয়দ মোঃ হাশিম, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি বিভাগের প্রকল্প পরিচালক (উপ-সচিব) মোঃ মনির হোসেন, বেসরকারী টেলিভিশন চ্যানেল যমুনা টিভির বার্তা সম্পাদক ফাহিম আহমেদ, জাতীয় রাজস্ব বোর্ডের আঞ্চলিক কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, খাগড়াছড়ি সরকারি কলেজের প্রভাষক মোঃ জাকির হোসেন, চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আরাফাতুর রাকিবসহ অন্যান্যরা পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
