খাগড়াছড়িতে কর্মহীন অসহায়দের পাশে এসএস ফাউন্ডেশন ও শাহনাজ - Southeast Asia Journal

খাগড়াছড়িতে কর্মহীন অসহায়দের পাশে এসএস ফাউন্ডেশন ও শাহনাজ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায়দের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলার বিভিন্ন উপজেলার দুর্গম এলাকাগুলোতে খাদ্য সামগ্রী নিয়ে ঘরে ঘরে ছুটে চলছেন এসএস ফাউন্ডেশন ও এর কর্ণধার খাগড়াছড়ির মা ও শিশু কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শক শাহনাজ সুলতানা।

গত ৯ এপ্রিল বৃহস্পতিবার সকালে জেলার পানছড়ি উপজেলার বড় সাঁওতাল পাড়া এলাকায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বড় সাঁওতাল পাড়া এলাকায় মোট ২৫ জন পরিবারের মাঝে ১০ কেজি চাউল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, তেল ১ লিটার, লবন ১ কেজি ও ১ টি সাবান অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ হতে। এছাড়াও লতিবান ও উপজেলার বিভিন্ন এলাকাতে শতাধিক পরিবারের ঘরে ঘরে গিয়ে খাদ্য সামগ্রী দিয়ে আসেন এসএস ফাউন্ডেশন এর নেত্রী শাহনাজ সুলতানা।

এছাড়াও গত কয়েক দিনে খাগড়াছড়ি সদর, পানছড়ি, মহালছড়ি, মাটিরাঙ্গা ও দীঘিনালা উপজেলায় প্রত্যন্ত এলাকার প্রায় এক হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন। এর আগে গত ১৭ মার্চ খাগড়াছড়িতে তিনি প্রথম করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা বার্তা হিসেবে শহরের অটোরিকশা চালকসহ বিভিন্ন জনকে দুই হাজার মাস্ক ও লিফলেট বিতরণ করেন। এ ছাড়া শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোয় করেছেন হাত ধোয়ার ব্যবস্থা।

শাহনাজ সুলতানা বলেন, ‘দুর্গম অনেক এলাকায় মানুষের ঘরে খাবার নেই—এই সংবাদ শোনার পর এগিয়ে এসেছি। মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা ভাগ্যের ব্যাপার। তাই বেতনের একটি অংশ এবং কিছু জমানো টাকা দিয়ে এই সাহায্য করে যাচ্ছি।’

শাহনাজের এ কাজে উৎসাহ দিচ্ছেন ব্যবসায়ী স্বামী মোঃ শাহানশাহ এবং একমাত্র মেয়ে ঢাকার ভিকারুননিসা নূন স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী মাইশা তাবাসসুম।

তিনি বলেন, আমি মানুষের পাশে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করি। আমাকে সবাই আরো উৎসাহিত করলে আমি সামনে এভাবে মানুষের পাশে থাকতে পারবো। এছাড়াও বর্তমান এই প্রেক্ষাপটে সমাজের বিত্তবান সবাইকে এগিয়ে আসার আহবান জানান। এতে অসহায় মানুষগুলি স্বস্তি পাবে।

You may have missed