বান্দরবানের রোয়াংছড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত  - Southeast Asia Journal

বান্দরবানের রোয়াংছড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত 

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দররবান পার্বত্য জেলার রোয়াংছড়িতে উপজাতি সন্ত্রাসীদের গুলিতে মং সাইনু নামে এক যুবক নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহত যুবক থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের বাচিঅং পাড়ার বাসিন্দা ।

১৭ এপ্রিল শুক্রবার সকাল ৮ টার দিকে উপজেলার নোয়াপতং ইউনিয়নের ১নং ওয়ার্ড ক্যানাইজোপাড়ায় এ ঘটনা ঘটে ।

স্থানীয়রা জানিয়েছেন, সকালে জামছড়ি এলাকা থেকে নিহত মং সাইনু ভাড়ায় মোটর সাইকেলে করে উপজেলার ক্যানাইজোপাড়ায় আসে। পরে ওই এলাকার রাস্তায় দাঁড়িয়ে অকথ্য ভাষায় অন্য কারো সাথে ফোনে কথা কাটাকাটি করছিল। এই সময় হঠাৎ করে চারজন উপজাতি সশস্ত্র সন্ত্রাসী এসে মংসাইনুর হাত ধরে, পরে মংসাইনু হাত ঝেড়ে দৌঁড় দেয়। এ সময় তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে সন্ত্রাসীরা চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ।

You may have missed