খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ত্রাণ বিতরণ - Southeast Asia Journal

খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ত্রাণ বিতরণ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

করোনা মহামারি থেকে পরিত্রাণের জন্য গৃহবন্দী হতদরিদ্র মানুষের মাঝে প্রয়োজনীয় খাদ্য-সামগ্রী বিতরণের অংশ হিসেবে খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়িতে হতদরিদ্র, দুঃস্থ ও করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ চেয়ারম্যান আলকাছ আল মামুন ভূঁইয়া ও মহাসচিব আলমগীর কবির এর সার্বিক নির্দেশনায় ও সহযোগীতায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের উদ্যোগে খাগড়াছড়ি জেলায় চলমান ত্রাণ বিতরণের অংশ হিসেবে ২১ এপ্রিল মঙ্গলবার লক্ষ্মীছড়ির বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। জানা যায়, লক্ষ্মীছড়ি সদর, ময়ূরখীল, মেজর পাড়া, মুসলিম পাড়া ও মগাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতৃবৃন্দরা ৭০টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ রেজাউল করিম ও দপ্তর সম্পাদক মোঃ লোকমান হোসেন প্রমুখ।

সর্বশেষ সকলের উদ্দেশ্যে করে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ নেতৃবৃন্দ বলেন, করোনা নামক মহামারী থেকে পরিত্রাণের জন্য সবাইকে সচেতন হতে হবে, বারবার সাবান দিয়ে হাত ধুতে হবে, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে, অপ্রয়োজনে বাসা থেকে বাহির হওয়া যাবেনা। এছাড়া পরিস্থিতি উত্তরণ না হওয়া পর্যন্ত ত্রাণ বিতরণ কর্মসূচী অব্যাহত থাকবে বলেও জানান তারা।

You may have missed