খাগড়াছড়ির গুইমারায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ত্রাণ সামগ্রী বিতরণ - Southeast Asia Journal

খাগড়াছড়ির গুইমারায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ত্রাণ সামগ্রী বিতরণ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

করোনা মহামারি থেকে পরিত্রাণের জন্য গৃহবন্দী হতদরিদ্র মানুষের মাঝে প্রয়োজনীয় খাদ্য-সামগ্রী বিতরণের অংশ হিসেবে খাগড়াছড়ি জেলার গুইমারায় হতদরিদ্র, দুঃস্থ ও করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ চেয়ারম্যান আলকাছ আল মামুন ভূঁইয়া ও মহাসচিব আলমগীর কবির এর সার্বিক নির্দেশনায় ও সহযোগীতায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের উদ্যোগে খাগড়াছড়ি জেলায় চলমান ত্রাণ বিতরণের অংশ হিসেবে ২০ এপ্রিল বিকেলে উপজেলার গুইমারা ইউনিয়ন পরিষদ, হাফছড়ি ইউনিয়ন পরিষদ ও সিন্দুকছড়ি ইউনিয়ন পরিষদের বিভিন্ন এলাকায় করোনা ভাইরাস উপলক্ষে গৃহবন্দী ৯৩টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ রেজাউল করিম,কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মাটিরাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান আনিসুজ্জামান ডালিম, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ লোকমান হোসেন প্রমুখ।

সর্বশেষ সকলের উদ্দেশ্যে করে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ নেতৃবৃন্দ বলেন, করোনা নামক মহামারী থেকে পরিত্রাণের জন্য সবাইকে সচেতন হতে হবে, বারবার সাবান দিয়ে হাত ধুতে হবে, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে, অপ্রয়োজনে বাসা থেকে বাহির হওয়া যাবেনা। এছাড়া পরিস্থিতি উত্তরণ না হওয়া পর্যন্ত ত্রাণ বিতরণ কর্মসূচী অব্যাহত থাকবে বলেও জানান তারা।