বান্দরবানে আরো নতুন ৩ করোনা রোগী শনাক্ত - Southeast Asia Journal

বান্দরবানে আরো নতুন ৩ করোনা রোগী শনাক্ত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রামের বান্দরবানে প্রথম এক তাবলীগ ফেরত ষাটোর্ধ ব্যক্তির শরীরে করোনা পজিটিভ হওয়ার পর এবার জেলার দুই উপজেলায় আরও তিনজন করোনা রোগী শনাক্ত হয়েছে। বান্দরবান সিভিল সার্জন অফিস থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সূত্রটি জানায়, আক্রান্তদের মধ্যে ১ জন লামার এবং অন্য দুইজন থানচি উপজেলার।

এর আগে জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় নারায়নগঞ্জ থেকে তাবলীগ ফেরত একজনের শরীরে করোনা পজিটিভ পাওয়া যায়। এ নিয়ে জেলায় ৪ জন করোনা রোগী পাওয়া গেলো।

জানা গেছে, জেলার থানচি উপজেলার সোনালী ব্যাংকের এক গার্ড পুলিশ এবং আরেকজন বড়মদক এলাকার বাসিন্দা মারমা সম্প্রদায়ের পুরুষ করোনা আক্রান্ত হয়েছে। অপরদিকে লামা উপজেলার সদর ইউনিয়নের মেরাখোলা মুসলিম পাড়ার ৩২ বছর বয়সী এক নারী করোনা রোগে আক্রান্ত হয়েছে।

বান্দরবান সিভিল সার্জন ডা: অংসুই প্রু মারমা জানান, বান্দরবানে নতুন আরও ৩জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। চট্টগ্রামে টেষ্ট করার পর শনাক্ত হওয়ার বিষয়টি স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়েছে। এর আগে নাইক্ষ্যংছড়িতে আরেকজন করোনা প্রজেটিভ শনাক্ত হয় বলে জানান তিনি। তিনি বলেন, বান্দরবানে বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ৩৮৯ জন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছে ২৩ জন এবং আইসোলেশনে আছে ৩ জন।