করোনা পরিস্থিতি ও রমজানকে সামনে রেখে রাঙামাটিতে দিনব্যাপী ভ্রাম্যমান আদালতের অভিযান - Southeast Asia Journal

করোনা পরিস্থিতি ও রমজানকে সামনে রেখে রাঙামাটিতে দিনব্যাপী ভ্রাম্যমান আদালতের অভিযান

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ও মাহে রমজানকে সামনে রেখে অসাধু ব্যবসায়ী কর্তৃক বাজারের দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ঠেকাতে দিনব্যাপী রাঙামাটি পার্বত্য জেলা ও জেলার বিভিন্ন উপজেলায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। গত ২১শে এপ্রিল মঙ্গলবার সকালে রাঙামাটির বিভিন্নস্থান পরিদর্শন করে এবং সাধারণ জনসাধারণকে নিয়ম মেনে বাজার করা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান জেলা প্রশাসনের নিয়মিত ভ্রাম্যমান মোবাইল কোর্ট ।

২২ এপ্রিল বুধবার রাঙ্গামাটির তবলছড়ি বাজারের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে এলোমেলোভাবে বসে ব্যবসা পরিচালনাকারী দোকানদারদের নির্দিষ্টস্থানে বসার জন্য অনুরোধ জানান রাঙামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইসলাম উদ্দীন। এ সময় করোনা ভাইরাস মোকাবেলায় মাস্ক ব্যবহার ও সামাজিক দুরত্ব মেনে ব্যবসা পরিচালনা করার পাশাপাশি কাজ শেষে অবশ্যই বাড়ীতে অবস্থানের অনুরোধ জানান তিনি।

এছাড়া জেলার বাঘাইছড়িতে করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের গৃহিত পদক্ষেপ না মেনে রাস্তায় বের হওয়া এবং দোকান খোলা রাখায় বিভিন্ন যানবাহন ও প্রতিষ্ঠানে মোবাইল কোর্টের মাধ্যমে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান হাবিব জিতু। সকাল ৯ ঘটিকা থেকে দুপুর ১২ ঘটিকা পর্যন্ত উপজেলা সদর ও চৌমুহনীসহ বিভিন্ন সড়কের মোড়ে এই অভিযান পরিচালিত হয়। এ সময় সরকারী আদেশ অমান্য করে রড, সিমেন্ট বিক্রি করায় নুর ট্রেডাস এর মালিক পৌর কাউন্সিলর মোঃ নাজিম উদ্দিনকে ৩ হাজার টাকা জরিমানা ও প্রসিকিউশন দেয়া হয়।

এসময় অকারনে রাস্তায় বের হওয়া ১৬ টি মোটর সাইকেল চালককে ৫ হাজার টাকা জরিমানা ও ৫টি অটোরিক্সাকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ২২ টি মামলার প্রসিকিউশন দেয়া হয়। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। বাঘাইছড়ি থানা পুলিশের মোবাইল টিম ও আনসার কমান্ডার আবুল বাশার অভিযানে উপস্থিত ছিলেন।

অন্যদিকে পাশ্ববর্তী জেলা খাগড়াছড়িতেও গত ৭দিনে করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের গৃহিত পদক্ষেপ না মেনে রাস্তায় বের হয়ে এবং দোকান খোলা রাখায় বিভিন্ন যানবাহন ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।