রাঙামাটিতে রাতের আঁধারে প্রতিমা ভাংচুর, দানবাক্স লুট - Southeast Asia Journal

রাঙামাটিতে রাতের আঁধারে প্রতিমা ভাংচুর, দানবাক্স লুট

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলা শহরের ফিসারি সংযোগ সড়কের মধ্যবর্তী স্থানে সড়কের পাশে অবস্থিত হিন্দু ধর্মাবলম্বীদের একটি মন্দিরের প্রতিমা ও ঘট ভাংচুর এবং দানবাক্স লুটের খবর পাওয়া গেছে। গত ১২মে মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে বলে সূত্র জানায়।

রাঙামাটি পূজা উদযাপন পরিষদের কোষাধ্যক্ষ খোকন কুমার দে জানিয়েছেন, ‘মঙ্গলবার রাতের কোন একসময় এই ঘটনা ঘটলেও বুধবার সকালে ফিসারি সংযোগ সড়কে হাঁটতে যাওয়া পথচারিরা শ্রী শ্রী মগদেশ্বরী সেবাখোলা মন্দির নামের এই মন্দিরের প্রতিমা বাইরে পড়ে থাকতে দেখে মন্দিরের সেবায়াতদের ফোন করে। সেবায়াতরা আমাদের জানালে আমরা তাৎক্ষনিকভাবে সেখানে ছুটে যাই। গিয়ে দেখি যে প্রতীমা কয়েক টুকরো হয়ে আছে,পূজোর ঘটগুলো ভাঙ্গা ও এলোমেলো পড়ে আছে এবং মন্দিরের দানবাক্স ভাঙ্গা। এসময় মন্দির চত্বরে রাঙামাটি শহরের কুটুমবাড়ি হোটেলের একটি খাবারের প্যাকেট এবং একটি পানির বোতল পড়ে থাকতে দেখা যায়। আমরা সাথে সাথে বিষয়টি কোতোয়ালি থানা পুলিশকে জানালে, পুলিশ ঘটনাস্থলে আসে।’

রাঙামাটির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানিয়েছেন, আমি খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে গেছি এবং আলামত সংগ্রহ করেছি। কি ঘটনা ঘটেছে এবং এর সাথে কারা জড়িত তাদের খুঁজে বের করা হবে।’

রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ জানিয়েছেন, বিষয়টি আমি জেনেছি,এসপি’র সাথে কথা বলেছি,পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে । তারা ঘটনাস্থলে গেছে এবং তদন্ত শুরু করেছে।’