রাঙামাটিতে নতুন করে এক নার্স করোনায় আক্রান্ত, মোট আক্রান্তের সংখ্যা ৫
 
                 
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলায় প্রথম দফায় চার করোনা রোগী পাওয়া গেলেও তাদের ২য় দফা নমুনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট আসে। এর একদিন পরেই রাঙামাটিতে এক নার্সের শরীরে করোনা শনাক্তের খবর পাওয়া গেছে। অাক্রান্ত নার্স রাঙামাটি সদর হাসপাতালে কর্মরত রয়েছেন। আর এতে করে রাঙামাটিতে করোনায় আক্রান্তের সংখ্যা এখন ৫জন।
গত ১২ মে মঙ্গলবার রাতে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের ব্রিফিং থেকে বিষয়টি নিশ্চিত হওয়ার পর যোগাযোগ করা হলে রাঙামাটি সিভিল সার্জন অফিসের করোনা ফোকাল পার্সন ডা: মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আক্রান্ত নার্স হোম আইসোলেশনে আছেন আগে থেকেই এবং তিনি আগের আক্রান্ত নার্সের সংস্পর্শে গিয়েছিলেন। তবে তিনি এখন সুস্থ আছেন বলেও জানিয়েছেন এই চিকিৎসক। তবে এখনো বিস্তারিত রিপোর্ট হাতে আসেনি বলেও জানিয়েছেন তিনি।
এর আগে, গত ৬ মে প্রথম বারের মতো পার্বত্য জেলা রাঙামাটিতে একসাথে চারজনের করোনা শনাক্ত হয়, যাদের নমুনা সংগ্রহ করা হয়েছিলো ২৯ এপ্রিল। ৭ মে এই চারজনের দ্বিতীয় দফা নমুনা সংগ্রহ করে পাঠানো হয়, যার মধ্যে ১০ মে ২ জনের এবং ১১ মে বাকি দুইজনের রিপোর্ট আসে ‘নেগেটিভ’ হিসেবে। এরই মধ্যে তাদের তৃতীয় দফা নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে চট্টগ্রামের বিআইডিআইটিতে। মঙ্গলবার এই নার্সের শরীরে করোনা পজিটিভ পাওয়ায় রাঙামাটিতে এ যাবৎ করোনা আক্রান্ত রোগির সংখ্যা দাঁড়ালো ৫ জনে।
