খাগড়াছড়িতে নতুন করে আরো ২জনের শরীরে করোনা পজিটিভ, মোট আক্রান্ত ৫
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়িতে নতুন করে আরো ২জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। গত ১৮ মে খাগড়াছড়ির রামগড় উপজেলার একজন স্বাস্থ্যকর্মী ও পানছড়িতে চট্টগ্রাম ফেরত এক গার্মেন্টস শ্রমিক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ।
তিনি জানান, রামগড়ে আক্রান্ত ব্যক্তি স্বাস্থ্যকর্মী এবং পানছড়ির ব্যক্তি চট্টগ্রাম ফেরত। তাদের আলাদা করে পরবর্তী ব্যবস্থা নিতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের জানানো হয়েছে।
১৮ মে’র আক্রান্ত ২ ব্যক্তিসহ জেলায় ৭ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ জন। এ নিয়ে খাগড়াছড়ির ৯ উপজেলার মধ্যে ৫ উপজেলায় ছড়িয়ে পড়েছে করোনা। খাগড়াছড়ির সদর, পানছড়ি, দীঘিনালা, মহালছড়ি ও রামগড় উপজেলায় করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।