দীঘিনালায় ইউপিডিএফ (প্রসীত) কর্তৃক নির্যাতিতা স্বপ্না চাকমা ও তার পরিবারের পাশে সেনাবাহিনী
 
নিউজ ডেস্ক
গত ৭জুন প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন আঞ্চলিক উপজাতি সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএ কর্তৃক খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের লম্বাছড়া এলাকায় নিজ বাড়ি থেকে অপহরণের পর সারারাত ধরে পাশবিক নির্যাতন ও অত্যাচার চালানো স্বপ্না চাকমা (২৬) ও তার পরিবারের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনীর দীঘিনালা জোন।
মঙ্গলবার (৯ জুন) সকালে দীঘিনালা জোন আওতাধীন বাবুছড়া সাবজোন হতে মেজর শামীন শিকদার রাতুলের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল বাবুছড়াস্থ লম্বাছড়ায় নির্যাতিতা স্বপ্না চাকমার বাড়িতে গিয়ে স্বপ্না চাকমা ও তার পরিবারের হাতে নগদ সহায়তা, ত্রাণ সামগ্রী ও ঔষধপত্র তুলে দেন।
এসময় দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সন্তোষ জীবন চাকমাসহ স্থানীয় হেডম্যান-কার্বারী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এদিকে প্রসীত পন্থি ইউপিডিএফের হাতে কিছুদিন পর পর নিজ জাতির মেয়েদের অপহরণ, ধর্ষণসহ নির্যাতনসহ নানা অত্যাচারের ঘটনায় স্থানীয়রা অতিষ্ট জানিয়ে ঐ এলাকার এক হেডম্যান জানান, ইউপিডিএফ সন্ত্রাসীরা আদর্শ বিবর্জিত হয়ে নিজ জাতির মা-বোনদের ইজ্জত লুন্ঠন করতেও দ্বিধাবোধ করছেনা। পাহাড়ে ইউপিডিএফ (প্রসীত) কর্তৃক সংগঠিত সকল অপহরণ ও ধর্ষনের ঘটনার সুস্ঠু বিচার দাবি করে এসময় তিনি জানান, পার্বত্য চট্টগ্রামে এসব আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসীরা বাঙালিদের পাশাপাশি উপজাতিদের প্রতি জুলুম নির্যাতন চালিয়ে আসলেও প্রতিবারই সেনাবাহিনী পাহাড়ের নির্যাতিত উপজাতি জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে। তিনি ভবিষ্যতেও পাহাড়ে ইউপিডিএফের সন্ত্রাসী কর্মকান্ড প্রতিরোধে সেনাবাহিনী কর্তৃক অভিযান পরিচালনা ও সন্ত্রাসীদের নির্মূলে সরকারী সহায়তা কামনা করেন।
উল্লেখ্য, এর আগে গত গত ৭জুন রবিবার গভীর রাতে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের লম্বাছড়া এলাকায় নিজ বাড়ি থেকে প্রসীত পন্থি ইউপিডিএফের সন্ত্রাসীগোষ্ঠী কর্তৃক অপহৃত হন মেয়ে স্বপ্না চাকমা। অপহৃত স্বপ্না চাকমা একই এলাকার তরু চাকমার মেয়ে। অপহরণের পর তার উপর চলে ইউপিডিএফের পাশবিক নির্যাতন।
স্বপ্না চাকমা জানায়, রাতে চোখ-মুখ বেঁধে বাড়ি থেকে তুলে নিয়ে উপজেলার বাবুছড়া ইউনিয়নের সোনামিয়া টিলার একটি বাড়িতে আটকে রেখে সন্ত্রাসীরা রাতভর তার উপর পাশবিক ও পৈশাচিক নির্যাতন চালায় স্বপ্না চাকমার উপর। স্বপ্না চাকমা জেএসএস (সংস্কার) দল করে এই সন্দেহের উপর ভিত্তি করেই তাঁর উপর এই বর্বর নির্যাতন চালায় সন্ত্রাসীরা। পরবর্তীতে রাতভর অত্যাচার ও পাশবিক নির্যাতন চালিয়ে সকালে তাকে ছেড়ে দেয়া হয়।
