পানছড়ি গর্ভবতী মায়েদের মাঝে সেনাবাহিনীর চিকিৎসা সহায়তা
 
নিউজ ডেস্ক
মহামারি করোনা পরিস্থিতিতে সারাদেশের মতো পার্বত্য জেলাগুলোতেও অসহায়, দুঃস্থ ও কর্মহীনদের মাঝে ত্রাণ সহায়তার পাশাপাশি এবার পাহাড়ের দুর্গম এলাকায় বসবারত জনগোষ্ঠীর জন্য ব্যতিক্রমী এক সেবার আয়োজন করেছে সেনাবাহিনী।
করোনা মহামারির কারণে চিকিৎসা সেবা বঞ্চিত গর্ভবতী মায়েদের মাঝে চিকিৎসা সেবা পৌঁছে দিতে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার সরকারি ডিগ্রী কলেজ প্রাঙ্গনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের এক দল চিকিৎসক।
১০ জুন বুধবার সকালে পানছড়ি সরকারি ডিগ্রী কলেজের হলরুমে ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়নের সার্বিক ব্যবস্থাপনায় খাগড়াছড়ি জোন ও ৫ ফিল্ড এ্যাম্বুলেন্স এর আয়োজনে চিকিৎসা সেবা ক্যাম্পটি পরিচালনা করা হয়।
এসময় ৫ ফিল্ড এ্যাম্বুলেন্স এর মেজর উম্মে হাবিবা প্রায় শতাধিক গর্ভবতী নারীকে চিকিৎসা সেবা ও ঔষধপত্র বিতরণ করেন।
এসময় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, পাহাড়বাসীর জন্য এ ধরনের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
