করোনা পরিস্থিতিতেও খাগড়াছড়ির কমিউনিটি ক্লিনিকগুলোতে অবিরত সেবা দিয়ে যাচ্ছে স্বাস্থ্যকর্মীরা
 
নিউজ ডেস্ক
করোনা পরিস্থিতির মধ্যে খাগড়াছড়ির ৯৭ টি কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য সেবা নিচ্ছে দূর্গম এলাকার বাসিন্দারা। নিয়মিত চিকিৎসা সেবার পাশাপাশি কোভিড ১৯ এর নমুনা সংগ্রহের কাজ করছে এসব ক্লিনিকে নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের অনেকে। চিকিৎসা সেবায় কমিউনিটি ক্লিনিকের কর্মীদের ভূমিকাকে ইতিবাচক হিসেবে দেখছে স্বাস্থ্য বিভাগ ও স্থানীয়রা।
প্রত্যন্ত এলাকায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে বর্তমান সরকারের কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য ব্যবস্থা আলো দেখাচ্ছে পাহাড়ী জেলা খাগড়াছড়িতে। জেলার ৩৮ ইউনিয়নের ৯৭ টি কমিউনিটি ক্লিনিকের কর্মীরা সাধারণ চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি মাতৃ ও শিশু স্বাস্থ্য, টিকাদান ও পরিবার পরিকল্পনা কার্যক্রমের সেবা দিয়ে যাচ্ছে। সাপ্তাহিক ছুটির দিন ছাড়া প্রত্যেকদিন কমিউনিটি ক্লিনিকের সেবা নিচ্ছেন পাহাড়ের দূর্গম এলাকার বাসিন্দারা।
স্থানীয়রা জানান, এসব কমিউনিটি ক্লিনিক স্থাপনের পর তাদের আর আগের মতো পায়ে হেঁটে যেতে হয়না উপজেলা বা জেলা সদরে, এমনকি গর্ভবর্তী নারীদের ক্ষেত্রেও ভোগান্তি কমেছে শতভাগ। সরকারি এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তারা এসব ক্লিনিকের কার্যক্রম অব্যাহত রাখতে অনুরোধ জানান সংশ্লিষ্টদের।
বর্তমান করোনা পরিস্থিতিতে যেখানে সরকারি বেসরকারি হাসপাতাল গুলোতে রোগীরা স্বাস্থ্য সেবা পাচ্ছেন না সেখানে হাসিমুখে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে কমিউনিটি ক্লিনিকের কর্মীরা। দূর্গম এলাকায় সরকারের এমন উদ্যোগে খুশি স্থানীয়রা।
স্বাস্থ্যকর্মীরা বলছেন, করোনা পরিস্থিতির মাঝেও অবিরত সেবা দানের ফলে তাদের প্রতি আস্থা বাড়ছে এলাকাবাসীর।
মাত্র ৩ মাসের প্রশিক্ষণে স্বাস্থ্যকর্মীরা যে সেবা দিয়ে যাচ্ছে তা প্রশংসার দাবি রাখে। কোভিড ১৯ মোকাবেলায় দূর্গম এলাকায় কমিউনিটি ক্লিনিক গুলো ভূমিকা রাখছে বলে জানালেন খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ ।
তবে খাগড়াছড়িতে জনসংখ্যা অনুপাতে ১৫২টি কমিউনিটি ক্লিনিক হওয়ার কথা থাকলেও রয়েছে মাত্র মাত্র ৯৭টি।
