করোনা আক্রান্ত বান্দরবানের জেলা প্রশাসক - Southeast Asia Journal

করোনা আক্রান্ত বান্দরবানের জেলা প্রশাসক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্ক

করোনায় আক্রান্ত হয়েছেন বান্দরবানের জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম। গত বৃহস্পতিবার (১১ জুন) রাতে জেলার অতিরিক্ত জেলা প্রশাসক শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

জেলার স্বাস্থ্য বিভাগ জানায়, বৃহস্পতিবার পাওয়া করোনা প্রতিবেদনে বান্দরবানের জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম এবং শহরের বেসরকারি হাসপাতাল হিলভিউ এর মেডিকেল আবাসিক অফিসারের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে, জেলায় মোট আক্রান্তের এখন সংখ্যা ৭৮ জন ।

প্রসঙ্গত, গত ১৬ এপ্রিল কক্সবাজার মেডিকেল কলেজের (কমেক) পিসিআর ল্যাবে বান্দরবানে প্রথম করোনা পরীক্ষা শুরু হয়। বান্দরবান জেলায় বর্তমানে করোনা রোগীর সংখ্যা ৭৮ জন। করোনায় মারা গেছে ১ জন। করোনার ১৫০৮ নমুনা টেস্টের মধ্যে ৫৮৪টির প্রতিবেদন এখনও পাওয়া যায়নি।