খাগড়াছড়িতে নতুন করে করোনা আক্রান্ত ২৫, মোট আক্রান্ত ৭৮ জন
“এখান থেকে শেয়ার করতে পারেন”
 
নিউজ ডেস্ক
খাগড়াছড়িতে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনার সংখ্যা বেড়েছে ২৫ জন। এতে পুলিশসদস্য ও হাসপাতালের স্টাফ রয়েছেন বলে জানা গেছে। এ পর্যন্ত খাগড়াছড়িতে করোনার সংখ্যা দাঁড়িয়েছে ৭৮ জন।
বিকেলে (১৩ জুন) বিষয়টি নিশ্চিত করেছে সদর হাসপাতালের কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে জেলা সদরে ৫জন, মাটিরাঙ্গায় ২জন, রামগড়ে ৮জন, দীঘিনালা ৩ ও মানিকছড়িতে এক চিকিৎসক ও পুলিশসহ ৭জন করোনা আক্রান্ত হয়েছেন।
