খাগড়াছড়িতে নতুন করে করোনা আক্রান্ত ২৫, মোট আক্রান্ত ৭৮ জন - Southeast Asia Journal

খাগড়াছড়িতে নতুন করে করোনা আক্রান্ত ২৫, মোট আক্রান্ত ৭৮ জন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়িতে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনার সংখ্যা বেড়েছে ২৫ জন। এতে পুলিশসদস্য ও হাসপাতালের স্টাফ রয়েছেন বলে জানা গেছে। এ পর্যন্ত খাগড়াছড়িতে করোনার সংখ্যা দাঁড়িয়েছে ৭৮ জন।

বিকেলে (১৩ জুন) বিষয়টি নিশ্চিত করেছে সদর হাসপাতালের কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে জেলা সদরে ৫জন, মাটিরাঙ্গায় ২জন, রামগড়ে ৮জন, দীঘিনালা ৩ ও মানিকছড়িতে এক চিকিৎসক ও পুলিশসহ ৭জন করোনা আক্রান্ত হয়েছেন।