টানা বৃষ্টি ও পাহাড়ী ঢলে বান্দরবানে বাড়তে পারে করোনার সংক্রমণ - Southeast Asia Journal

টানা বৃষ্টি ও পাহাড়ী ঢলে বান্দরবানে বাড়তে পারে করোনার সংক্রমণ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্ক

মহামারি করোনার সংক্রমণ ঠেকাতে ইতোমধ্যেই পার্বত্য জেলা বান্দরবানের সদর ও রুমা উপজেলাকে রেডজোনের আওতায় আনা হয়েছে। সেই সাথে জনসমাগম ও শারীরিক দূরত্ব বজায় রাখতে প্রশাসনের নির্দেশ জারি রয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের সূত্র মতে, দেশের বিভিন্ন স্থানে আগামী পাঁচদিন বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে আরো বলা হয়, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। বান্দরবান শঙ্খ নদীর নাব্যতা হ্রাস পাওয়ায় বিগত বছরেও টানা বৃষ্টির ফলে বন্যা সৃষ্টি হয়। বন্যাগ্রস্থ মানুষেরা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়ে থাকে।

বান্দরবানে আজ বুধবার (১৭ জুন) সকাল থেকে অবিরাম বৃষ্টি শুরু হয়েছে। উজানের ঢলে শঙ্খ নদীর পানি বাড়তে শুরু করেছে। টানা পাঁচ দিন বৃষ্টি হলে নদীর চর ও নিম্নাঞ্চল এলাকাগুলোতে পানি বন্দি হয়ে পড়বে। ফলে বন্যাগ্রস্থ মানুষেরা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিলে জণসমাগম বাড়বে এবং সামাজিক দূরত্ব বজায় থাকবে না বলে ধারনা করা হচ্ছে। এক্ষেত্রে বান্দরবান শহরে চলমান করোনা পরিস্থিতির অবনতি হবার সম্ভাবনা দেখা দিয়েছে।

তবে স্থানীয় প্রশাসনের আগাম প্রস্তুতিতে করোনা সংক্রমণ ঠেকানো সম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা।