বান্দরবানে ম্যাজিষ্ট্রেটসহ নতুন করে ৮জনের করোনা পজেটিভ - Southeast Asia Journal

বান্দরবানে ম্যাজিষ্ট্রেটসহ নতুন করে ৮জনের করোনা পজেটিভ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানের জেলা প্রশাসক দাউদুল ইসলামের বড় মেয়ে, ম্যাজিষ্ট্রেট ও সিএসহ নতুন করে জেলায় ৮ জনেরর শরীরে করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) রাতে কক্সবাজার ল্যাব কতৃপক্ষ বান্দরবান জেলায় নতুন আক্রান্ত এই ৮ জনের রিপোর্ট প্রকাশ করে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, মঙ্গলবার রাতে বান্দরবান জেলায় নতুন আরো ৮ জন করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সদরে ৭ জন এবং ১ জন নাইক্ষ্যংছড়ি উপজেলার।

সদরের আক্রান্তরা হলেন, বান্দরবান জেলার জেলা প্রশাসক দাউদুল ইসলাম এর বড় মেয়ে, জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোঃ নাজমুল হাসান, জেলা প্রশাসকের সিএ আমিন উল্যাহ, সিভিল সার্জন অফিসের চতূর্থ শ্রেণির কর্মচারী, ফায়ার সার্ভিস এলাকার দু’জন ও বালাঘাটার ১ জন। এছাড়াও নাইক্ষ্যংছড়িতে ১ জন শনাক্ত হয়েছে। এ নিয়ে বান্দরবান জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৯৩ জন।

বান্দরবান সিভিল সার্জন ডা. অং সুই প্রু মার্মা বলেন, মঙ্গলবার বান্দরবানের জেলাপ্রশাসক এর মেয়ে একজন ম্যাজিস্ট্রেট ও ডিসির সিএসহ নতুন ৮ জন করোনা শনাক্ত হয়েছে।

উল্লেখ্য, গত ১১ জুন বান্দরবান জেলা প্রশাসকের করোনা পজেটিভ শনাক্ত হয়। বর্তমানে তিনি আইসোলেশনে রয়েছে। গত ১০ জুন করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বান্দরবান সদর ও রুমা উপজেলাকে রেড জোন ঘোষনা করে লকডাউন করে প্রশাসন।