কাপ্তাই হ্রদে বিএফডিসি’র অভিযানঃ ১২৩ কেজি চোরাই মাছ জব্দ, একজনকে অর্থদন্ড
 
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাই হ্রদে মাছ শিকার বন্ধকালীন সময়ে অভিযান চালিয়ে ১২৩ কেজি চোরাই মাছ জব্দসহ একজনকে আটক করেছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)।
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে রাঙামাটি জেলা শহরের ভেদভেদী যুব উন্নয়ন এলাকা থেকে চোরাই মাছ বিক্রির জন্য পাচার করার সময় তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৩ হাজার টাকা জরিমানা দন্ড প্রদান করেন। জব্দ করা ১২৩ মাছের মধ্যে রয়েছে, আইড়, টেংরা, বাঁচা, তেলাপিয়া ও কাটামলা।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে রাঙামাটি শহরের আসামবস্তি এলাকায় কাপ্তাই হ্রদ হতে আহরিত চোরাই মাছ বিক্রির জন্য সিএনজিচালিত অটোরিকশা যোগে পাচার করা হচ্ছে; এমন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে বিএফডিসি। অভিযানে শহরের যুব উন্নয়ন এলাকায় ১২৩ কেজি মাছ ও একটি ফ্রিজসহ শহীদুল ইসলাম নামে একজনকে হাতেনাতে আটক করা গেলেও অভিযানের উপস্থিতি টের পেয়ে তার সঙ্গীয়রা পালিয়ে যায়। আটক ব্যক্তি জেলা শহরের রিজার্ভবাজার শরীয়তপুর এলাকার বাসিন্দা। পরে আটক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মৎস্য আইনে ৩ হাজার টাকা নগদ অর্থদন্ড দেন রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমা তুজ জোহরা। অভিযানে বিএফডিসি রাঙামাটি কেন্দ্রের ব্যবস্থাপক লেফটেন্যান্ট কমান্ডার মো. তৌহিদুল ইসলাম, উপব্যস্থাপক মো. সরিফুল ইসলামসহ পুলিশ ও বিএফডিসির অন্যান্য কর্মকর্তা-কর্মচারিগণ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) রাঙামাটি বিপণন কেন্দ্রের মার্কেটিং অফিসার বৃন্দাবন হালদার জানান, মাছ শিকার বন্ধকালীন সময়ে বিএফডিসি’র নিয়মিত অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে হ্রদ হতে আহরিত চোরাই মাছ পাচারের সময় ১২৩ কেজি মাছসহ একজনকে আটক করা হয়েছে। জব্দ করা মাছের বাজারমূল্য ২০ হাজার টাকা। জব্দ মাছ বিএফডিসি কার্যালয়ে নিলামের মাধ্যমে বিক্রয় করা হয়েছে। মাছ শিকার বন্ধকালীন সময়ে হ্রদে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
